ফের ট্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। রবিবার দুপুরে, ট্যাংরার ২৫ নম্বর ক্রিস্টোফার রোডে ঘিঞ্জি এলাকায় বস্তিতে আগুন লাগে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ভরে রয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘিঞ্জি এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ভিতরে কেউ আটকে পড়েছে কি না দেখা হচ্ছে। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে।
