পঞ্চায়েতিরাজ দিবসে কাশ্মীরি যুবকদের কর্মসংস্থানের বার্তা নিয়ে সাম্বায় প্রধানমন্ত্রী

পঞ্চায়েতিরাজ দিবস উপলক্ষে রবিবার কাশ্মীরের  সাম্বায় একটি জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯  সালে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পরে  এই প্রথমবার জন্য সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী।  এদিন ২০ হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মোদি  বলেন উপত্যকায় উন্নয়নের বার্তা  নিয়ে তিনি এসেছেন। নতুন  নতুন প্রকল্পের মাধ্যমে  উপত্যকায় বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে। প্রধানমন্ত্রী এদিনের জনসভায় বলেন স্বাধীনতার পর  থেকে গত সাত দশকে কাশ্মীরে উন্নয়ন বিশেষ কিছু হয়নি।  বেসরকারি বিনিয়োগ হয়েছে মাত্র ১৭ হাজার কোটি টাকার। কিন্তু গত দু’বছরে উপত্যকায়  বিনিয়োগের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৮ হাজার কোটি টাকায়।  জম্মু-কাশ্মীরজুড়ে বিপুল কর্মসংস্থান  কেন্দ্র সরকারের লক্ষ্য বলেই তিনি জানিয়েছেন।  ৩৭০ ধারা রদ করা নিয়ে প্রধানমন্ত্রী বলেন গোটা দেশের কাছেই নতুন নিদর্শন তৈরি করছে কাশ্মীর। এর ফলে মহিলা থেকে দরিদ্র মানুষ, সকলেই সমান উপকৃত হয়েছেন।

Previous articleEntertainment:এবার করিশ্মা কাপুরের সঙ্গে নাম জড়াল যীশু সেনগুপ্তের
Next articleগান্ধর্ব মতে বিয়ে: হঠাৎ ভাইরাল অঙ্কিতা-প্রান্তিকর বিয়ের ছবি