পুড়ছে দক্ষিণবঙ্গ! ৭ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কবে?

গরমে পুড়ছে দক্ষিণবঙ্গবাসী। রোদের তীব্রতায় হাঁসফাঁস করা গরমে নাজেহাল বঙ্গবাসী। তবে গরমের দাপট থেকে এখনই মুক্তি নয় বলেই জানাল আবহাওয়া দফতর। উল্টে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে। অর্থ্যাৎ আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। তবে স্বস্তি দিয়ে উত্তরবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে।

আরও পড়ুন:Tangra:আগুন নেভাতে গিয়ে মাথা ফাটল স্থানীয় যুবকের

রবিবার সকাল থেকেই রোদের তীব্রতা যথেষ্টই বেশি ছিল।  এদিন রাজ্যের পাঁচ জেলায় উচ্চ তাপপ্রবাহ অনুভূত হয়েছে। রবিবার কলকাতায় দুপুরের তাপমাত্রাও ছিল ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।


একনজরে দেখে নেওয়া যাক আজ কোথায় কত তাপমাত্রা?

আলিপুর – ৩৯.৬

দমদম – ৪০.৫

আসানসোল – ৪২.৩

বাঁকুড়া – ৪৩.১

বসিরহাট – ৩৭.০

ক্যানিং – ৩৮.৬

কৃষ্ণনগর – ৪০.৬

বিধাননগর – ৩৯.৩

উলুবেড়িয়া- ৩৯.০

মালদা – ৪১

মেদিনীপুর – ৪২

পানাগড় – ৪২.৫

পুরুলিয়া – ৪১.৭

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহ চলতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। অর্থাৎ, এই সাত জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

Previous articleBengal: সন্তোষ ট্রফির সেমিফাইনালে বাংলা
Next articleশিয়রে চতুর্থ ঢেউ! কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী