Kolkata-Bagdogra: আগামিকাল থেকে ফের চালু হচ্ছে বাগডোগরা -কলকাতা উড়ান

আগামিকাল মঙ্গলবার থেকে ফের চালু হচ্ছে কলকাতা- বাগডোগরা উড়ান । বিমানবন্দর সংস্কারের কাজের জন্য মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর । সদ্য সে কাজ শেষ হয়েছে। ফলে আগামিকাল থেকে চালু হয়ে যাবে কলকাতা- বাগডোগরা উড়ান পরিষেবা । বিমানে কলকাতা থেকে বাগডোগরা যেতে সময় লাগে খুব বেশি হলে ১ ঘন্টা । কিন্তু সাম্প্রতিক পেট্রোপণ্যের দাম বৃদ্ধির কারণে বিমান ভাড়া বেড়েছে মাত্রাছাড়া ভাবে। কলকাতা বাগডোগরা একঘন্টার যাত্রাপথের ভাড়া হয়েছে ১১ থেকে ১২ হাজার টাকার মত । এদিকে ভলভো বাস কিংবা ট্রেনে যাতায়াত খুব সুবিধাজনক নয় কারণ তাড়াতাড়ি টিকিট পাওয়া ভার এছাড়া যদি তারা থাকে তাহলে কম সময়ের মধ্যে পৌঁছানো সম্ভব নয় অগত্যা অনেকেই কাজের প্রয়োজনে বিমান ব্যবহার করতে চান কিন্তু যেভাবে বিমান ভাড়া বেড়েছে তাতে মধ্যবিত্তের মাথায় হাত।

 

Previous articleবিনিয়োগ গুরু ধনকুবের ওয়ারেন বাফেটকে টপকে  বিশ্বের পঞ্চম শীর্ষ গৌতম আদানি 
Next articleবিয়ের সানাই বাজলো দিদি চিত্রাঙ্গদার ,আবেগঘন পোস্ট ঋতাভরীর