বিশিষ্ট নেপালি লেখক ও রাজনীতবিদ শিব কুমার রাইকে জন্মবার্ষীকিতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী, অভিষেকের

বিশিষ্ট নেপালি লেখক ও রাজনীতবিদ শিব কুমার রাইকে (Shiva Kumar Rai) জন্মবার্ষীকিতে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আরও পড়ুন-নজরদারি বাড়ছে, এবার অনুব্রতর পাসপোর্ট চাইল সিবিআই

শিব কুমার রাই ১৯১৯ সালের ২৬ এপ্রিল সিকিমের রেনক-এ জন্মগ্রহণ করেন। এরপর তিনি কার্শিয়াং এবং দার্জিলিংয়ের স্কুলে পড়াশোনা করেন। এবং সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা থেকে তিনি স্নাতক হন।


শিব কুমার রাই রাজনীতিতে খুব সক্রিয় ছিলেন। তিনি (Shiva Kumar Rai) যুক্ত ছিলেন অল ইন্ডিয়া গোর্খা লিগের সঙ্গেও।