Saturday, August 23, 2025

প্রয়াগরাজ নৃশংস হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকার নিন্দা, NHRC-কে চিঠি তৃণমূলের

Date:

রবিবারই অকুস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন তৃণমূলের (TMC) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা। মঙ্গলবার, প্রয়াগরাজ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল তৃণমূলের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। চিঠিতে লেখা হয়েছে, প্রয়াগরাজে শিশু, মহিলা-সহ একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে খুন করে ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় তারা জাতীয় মানবাধিকার কমিশনের (NHRC) দৃষ্টি আকর্ষণ করছে। ঘটনায় প্রয়াগরাজের পুলিশ (Police) সুপারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এফআইআরে লেখায় পুলিশের চরম গাফিলতির বিষয়টি উঠে এসেছে।

ওই পরিবারের সদস্যরা, এক বধূ ও একটি বিশেষভাবে সক্ষম তরুণী ধর্ষণ-খুন হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু পুলিশ এফআইআর (FIR)-এ ধর্ষণের অভিযোগ লেখেনি। তৃণমূলের প্রতিনিধিরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করলে তিনি দাবি করেন, অভিযোগকারীদের পক্ষ থেকে লিখিত বয়ানে ধর্ষণের অভিযোগ ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন মৌখিকভাবে তাঁরা বারবার ধর্ষণের অভিযোগ করছেন, তখন প্রাথমিক রিপোর্ট হিসেবে সেটাকে কেন নথিভুক্ত করা হল না? এক্ষেত্রে পুলিশ সত্য গোপন করতে চাইছে বলে অভিযোগ দোলা সেন, মমতাবালা ঠাকুরদের।

আরও পড়ুন-স্বল্প জমায়েতে বিজেপির বিকাশ ভবন অভিযানের ফ্লপ-শো, জলকামানেই পিছু হটলেন সুকান্ত-তেজস্বীরা

যেদিন দোলা সেন, মমতাবালা ঠাকুর সাকেত গোখলেরা প্রয়াগরাজে যান, সেখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড প্রয়াগরাজের গঙ্গাপাড় এলাকায় গত একমাস ধরে হয়ে চলেছে। ইতিমধ্যেই ৩০ জনের বেশি মানুষ খুন হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। সেই কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে। ঘটনার গুরুত্বের কথা বিবেচনা করে, তৃণমূলের পক্ষ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মানবাধিকার কমিশনের (NHRC) চেয়ারম্যানের সঙ্গে দেখা করার আর্জি জানানো হয়েছে।



Related articles

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...

এপিক বিতরণে কড়া নজর! এবার ডিজিটাল এভিডেন্স রাখবে কমিশন 

অবৈধ ভোটার কার্ড আটকাতে নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ভোটার কার্ড বা এপিক এবার ভোটারের হাতে পৌঁছনোর সময়...
Exit mobile version