Monday, November 10, 2025

সুখবর! রাজ্য সরকারের খরচেই IVF চিকিৎসা পরিষেবা পাবেন নিঃসন্তান দম্পতিরা

Date:

Share post:

চিকিৎসায় নয়া দিগন্ত আনতে প্রথম থেকেই তৎপর রাজ্য সরকার। চিকিৎসা ব্যবস্থাকে ঢালাও সাজানোর পাশাপাশি সরকারি হাসপাতালগুলিতে একাধিক নয়া বিভাগ চালু করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলির মতো সরকারি হাসপাতালগুলির রোগীরাও যাতে সবরকম সুবিধা পায়, তাই নয়া প্রযুক্তিতে একাধিক বিভাগ চালু করেছে রাজ্য। এবার নিঃসন্তান দম্পতিদের জন্য এসএসকেএম হাসপাতালে শুরু হচ্ছে কৃত্রিম প্রজনন বা IVF চিকিত্‍সা পরিষেবা।


আরও পড়ুন:তীব্র দহন, ২ মে থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি: জানলেন মুখ্যমন্ত্রী


সন্তানহীন দম্পতিদের জন্য  এতদিন শুধুমাত্র কয়েকটি বেসরকারি হাসপাতালেই কৃত্রিম উপায়ে প্রজনন ব্যবস্থা চালু ছিল। আর তাও ছিল বেশ ব্যয়সাপেক্ষ। সবার পক্ষে এই বিশাল অঙ্কের অর্থ বহন করা সম্ভবপর ছিল না। এবার সরকারি উদ্যোগে এসএসকেএম-এ এই পদ্ধতি চালু হওয়ায় সাধারণ মানুষের নাগালের মধ্যে এই পরিষেবা পাওয়া সহজসাধ্য হবে।

হাসপাতাল তরফে জানানো হয়েছে, সপ্তাহে দু’দিন এসএসকেএমের আউটডোরে সন্তানহীন দম্পতিরা চিকিৎসকের কাছে নিজেদের সমস্যা নিয়ে যেতে পারবেন। অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে বিশ্বমানের ল্যাবরেটরি তৈরি হয়েছে এসএসকেএম হাসপাতালের IVF ক্লিনিকে। নলজাতক চিকিত্‍সার পথিকৃত্‍ প্রয়াত সুভাষ মুখোপাধ্যায়ের সহযোগী, ছাত্র চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার এই গোটা বিষয়ের দায়িত্বে রয়েছেন।জানা গিয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ হবে। ইতিমধ্যেই ক্লিনিক তৈরি হয়েছে। অত্যাধুনিক যন্ত্র, হরমোনাল চিকিৎসা থেকে সন্তানধ্রণের পর যাবতীয় চিকিৎসার পরিষেবা এখানে মিলবে। পুরো খরচই বহন করবে রাজ্য সরকার।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...