Thursday, August 28, 2025

অর্জুনের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে “বিদ্রোহ” ঘোষণা করে রেল রোকো কর্মসূচি বিজেপি বিধায়কের

Date:

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে “বিদ্রোহী” বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কেন্দ্রের রেল মন্ত্রকের বিরুদ্ধে সরাসরি সংঘাতে গিয়ে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চালানো ও বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকোর ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক।

জানা গিয়েছে, সাধারন মানুষের দাবি মেনে বাঁকুড়া জেলার অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রামসাগর স্টেশনে রেল অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই মর্মে আজ, শুক্রবার সকালে রামসাগরের স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে ১০ মে রেল রোকো কর্মসূচীর কথা জানিয়েছেন অমরনাথবাবু। একইসঙ্গে সাউথ ইস্টার্ন রেলের আদরা ডিভিশনের ম্যানেজারকেও ১০ মে ১২ ঘন্টা রেল অবরোধের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:আবার কি বিয়ের কথা ভাবছেন? অনুরাগীদের প্রশ্নের উত্তরে কী বললেন করিশ্মা

পাট শিল্প ও পাট শ্রমিকদের স্বার্থরক্ষার জিগির তুলে সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। এবার সেই পথে হেঁটেই
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রেল অবরোধ কর্মসূচি নিলেন। বিজেপি বিধায়কের অভিযোগ, রেল দফতরের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের বারেবারে জানানো সত্ত্বেও আদরা-খড়্গপুর শাখায় বন্ধ রাখা হয়েছে। যে ট্রেনগুলি চলছে তার আবার বেশকিছু স্টপেজ তুলে দেওয়া হয়েছে। সেই স্টপেজগুলি পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। তাই মানুষের স্বার্থে এই আন্দোলন।




Related articles

পদপিষ্ট হওয়ার প্রায় ৮৪ দিন পর নীরবরতা ভাঙল RCB

আরসিবির(RCB) বিজয়োল্লাসের সেই মর্মান্তিক ঘটনা ঘটার পর প্রায় ৮৪ দিন পর  নীরবতা ভাঙল রয়্যাল চ্যালেঞ্জারেস বেঙ্গালুরু। সেই ঘটনার...

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...
Exit mobile version