Sunday, November 16, 2025

অর্জুনের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে “বিদ্রোহ” ঘোষণা করে রেল রোকো কর্মসূচি বিজেপি বিধায়কের

Date:

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পর এবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে “বিদ্রোহী” বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কেন্দ্রের রেল মন্ত্রকের বিরুদ্ধে সরাসরি সংঘাতে গিয়ে বন্ধ হয়ে যাওয়া ট্রেন চালানো ও বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবিতে রেল রোকোর ডাক দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক।

জানা গিয়েছে, সাধারন মানুষের দাবি মেনে বাঁকুড়া জেলার অন্যান্য বিজেপি বিধায়কদের নিয়ে আগামী ১০ মে রামসাগর স্টেশনে রেল অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এই মর্মে আজ, শুক্রবার সকালে রামসাগরের স্টেশন ম্যানেজারকে চিঠি দিয়ে ১০ মে রেল রোকো কর্মসূচীর কথা জানিয়েছেন অমরনাথবাবু। একইসঙ্গে সাউথ ইস্টার্ন রেলের আদরা ডিভিশনের ম্যানেজারকেও ১০ মে ১২ ঘন্টা রেল অবরোধের বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন:আবার কি বিয়ের কথা ভাবছেন? অনুরাগীদের প্রশ্নের উত্তরে কী বললেন করিশ্মা

পাট শিল্প ও পাট শ্রমিকদের স্বার্থরক্ষার জিগির তুলে সম্প্রতি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন। এবার সেই পথে হেঁটেই
ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা রেল অবরোধ কর্মসূচি নিলেন। বিজেপি বিধায়কের অভিযোগ, রেল দফতরের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্তাদের বারেবারে জানানো সত্ত্বেও আদরা-খড়্গপুর শাখায় বন্ধ রাখা হয়েছে। যে ট্রেনগুলি চলছে তার আবার বেশকিছু স্টপেজ তুলে দেওয়া হয়েছে। সেই স্টপেজগুলি পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে। তাই মানুষের স্বার্থে এই আন্দোলন।




Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version