Sunday, August 24, 2025

কোভিডের ধাক্কা সামলাতে লাগবে আরও ১২ বছর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Date:

দু-এক বছর নয়, অন্তত ১২ বছর সময় লাগবে কোভিডের ঢেউয়ের ধাক্কায় বেহান হয়ে যাওয়া অর্থনীতি সামলাতে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য জানা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের মতে করোনা অতিমারির দরুণ অর্থনীতিতে যে বিরাট পরিমাণ ক্ষতির সৃষ্টি হয়েছে তা পুরোপুরি পূরণ হতে ২০৩৪- ৩৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি না তার মাঝখানে ফের আবার করোনা অতিমারি আকারে ফিরে আসে বিশ্বজুড়ে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে করোনার জেরে কৃষিক্ষেত্রে সরাসরি তেমন প্রভাব না পড়লেও পর্যটন- সহ অন্য বহু ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে। ফলে বহু সংস্থায় কর্মসঙ্কট দেখা দিয়েছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। বহু মধ্যবিত্ত সংসারে চূড়ান্ত অর্থ সঙ্কট দেখা দিয়েছে । স্বাভাবিকভাবেই এর প্রভাব গিয়ে পড়েছে অর্থনীতিতে। এই ধাক্কা বিশ্ব এখনো কাটিয়ে উঠতে পারেনি। আবার এরই মাঝে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সেই সঙ্কট আরো বাড়িয়ে তুলেছে। বিশ্বজুড়ে পেট্রোপণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে শুরু করেছে। হু হু করে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের । ফলে মধ্যবিত্ত গৃহস্থের নাভিশ্বাস ওঠার জোগাড়।

খুব স্বাভাবিকভাবেই সংসার খরচের খাতে কম টাকা থাকছে। শ্রমিকেরা শহর থেকে গ্রামে ফিরেছেন। বাজারে কেনাকাটা কমেছে। ফলে আর্থিক বৃদ্ধির গতিপথ ক্রমশই নিচের দিকে ঝুঁকে পড়েছে। তবে আরবিআই জানিয়েছে, আপাতত দেশের আর্থিক বৃদ্ধি ৬.৫ থেকে ৮.৫ শতাংশের মধ্যেই থাকবে। যদিও তা নির্ভর করছে অর্থনীতিতে একগুচ্ছ সংস্কারের উপরে।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version