Saturday, January 24, 2026

Jacqueline Fernandez: ৭ কোটির অর্থ কেলেঙ্কারিতে নাম জড়াল জ্যাকলিন ফার্নান্ডেজের

Date:

Share post:

প্রতারণার মামলায় এবার বিপাকে পড়লেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)৷ এবার তাঁর সাত কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল (Jacqueline Fernandez’s Assets Attached) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কিন্তু কী এমন করলেন নায়িকা যার জেরে এই হাল? ইডি(ED) সূত্রে খবর প্রায় ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় জেলে থাকা সুকেশ চন্দ্রশেখরের (sukesh chandrasekhar) সঙ্গে যোগ থাকার জেরে বিপাকে অভিনেত্রী ৷

সূত্রের খবর জ্যাকলিন ফার্নান্ডেজের নামে সাত কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেছিল প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর! এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপের পর তার অনেকটাই অভিনেত্রীর নামে করে দিয়েছিল সুকেশ। সুকেশ আর জ্যাকলিনের এক সময় প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। তৎকালীন প্রেমিকা জ্যাকলিনকে পাঁচ কোটি ৭১ টাকার উপহার দিয়েছিলেন সুকেশ। শুধু অভিনেত্রীকেই নয়, জ্যাকলিনের পরিবারকেও অর্থ সাহায্য করেছিল কনম্যান সুকেশ। সূত্রের খবর, প্রায় এক লাখ ৭৩ হাজার মার্কিন ডলার এবং ২৭ হাজার অস্ট্রেলিয়ান ডলার নায়িকার পরিবারের সদস্যদের দিয়েছিল সুকেশ। তাঁর মধ্যেই এদিন সাত কোটি ২৭ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।

সুকেশ আপাতত রয়েছেন বিচার বিভাগীয় হেফাজতে ৷ পাঁচ বছরের পুরনো এক আর্থিক তছরুপের মামলায় জড়িত থাকার দায়ে জেল খাটছেন তিনি। দিল্লির এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে প্রতারণার দায়ে গত বছর তাকে গ্রেফতার করেছিল ইডি। এরপরেই চাঞ্চল্য ছড়ায়। ইডি আগেই জানিয়েছিল সুকেশ তাঁর সহযোগী পিঙ্কি ইরানির মাধ্যমে কয়েকজন বলিউড অভিনেত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন ৷ যদিও সমস্ত অভিনেত্রীদের নাম আসেনি । তবে আগেই জানা গিয়েছিল, সুকেশ বিভিন্ন মডেল এবং বলিউড সেলিব্রিটিদের জন্য প্রায় ২০কোটি টাকা খরচ করেছিলেন ৷ এদের মধ্য়ে অনেকেই তাঁর এই উপহার নিতে অস্বীকার করেন ৷

সুকেশের সঙ্গে সম্পর্কের জেরে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল জ্যাকলিনকে। গত বছর ডিসেম্বর মাসে তিনি দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED) দফতরে পৌঁছেছিলেন। সেদিন সাত ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রীকে। এবার তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।

আরও পড়ুন- শুভেন্দু বসতেই ভেঙেছিল, ময়নাগুড়ির নাবালিকার পরিবারকে নতুন খাট তৃণমূলের

 

spot_img

Related articles

এবার বিজেপির সঙ্গে মিলে মন্দির গড়বেন: সুপ্ত বাসনা জানালেন হুমায়ুন

বিজেপির সমর্থন যে তাঁর পিছনে রয়েছে, একথা বারবার দাবি করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। বিজেপির ইন্ধনে মসজিদের রাজনীতি...

সোনা নয় যেন আগুন! দেড় লক্ষের গণ্ডি পেরিয়ে নয়া রেকর্ড বাজারে

সাধারণ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের আকাশছোঁয়া সোনার দাম। বিয়ের মরসুম শুরু হতেই গয়না সোনার দরে বড়সড় লাফ লক্ষ্য...

কোথায় তালিকা? সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কমিশনকে তোপ অভিষেকের 

ভোটার তালিকায় অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয়...

দেবের পর SIR নোটিশ প্রাক্তন সাংসদ-অভিনেত্রী মিমিকে, ডাক পেলেন মানালিও

অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে(Mimi Chakraborty)এসআইআর হিয়ারিং নোটিশ পাঠানো হল। আগামী ৩১ জানুয়ারি কসবা বিধানসভা কেন্দ্রে...