EastBengal: জামশেদপুর এফসির মোবাশির রহমানকে সই করাতে চলেছে লাল-হলুদ: সূত্র

শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার পর থেকেই দল গঠনের কাজে জোর দিয়েছে ইস্টবেঙ্গল।

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল (EastBengal)। সূত্রের খবর, জামশেদপুর এফসির (Jamshedpur FC) তারকা উইঙ্গার মোবাশির রহমানকে (Mobashir Rahman) সই করাতে চলেছে লাল-হলুদ শিবির। জানা গিয়েছে, তিন বছরের প্রাক-চুক্তিতে মোবাশিরকে নিচ্ছে ইস্টবেঙ্গল। ২৪ বছরের এই ফুটবলার এবারের ছিলেন লিগ-শিল্ডজয়ী জামশেদপুর দলে।

এখনও পর্যন্ত জামশেদপুরের হয়ে মোট ৫৩টি ম্যাচে খেলেছেন মোবাশির। রয়েছে একটি গোলও। গত মরসুমে তিনি ১৩টি ম্যাচ খেলেছেন। জামশেদপুরের লিগ-শিল্ডজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন মোবাশির। উইঙ্গার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলতে পারেন তিনি। টাটা ফুটবল অ্যাকাডেমি থেকে উঠে আসা মোবাশির বেশ চমকে দিয়েছিলেন গত আইএসএলে। ফলে মোবাশিরের লাল-হলুদে আসা যে ইস্টবেঙ্গলে শক্তি বাড়াল তা বলাই যায়।

শ্রী সিমেন্ট স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার পর থেকেই দল গঠনের কাজে জোর দিয়েছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর,  মুম্বই সিটি এফসি থেকে মহম্মদ রাকিপ এবং এফসি গোয়া থেকে ইভান গোঞ্জালেজকে সই করাতে চলেছে লাল-হলুদ।

আরও পড়ুন:CSK: মরশুমের মাঝপথে নেতৃত্ব বদল সিএসকে শিবিরে, চেন্নাইয়ের অধিনায়ক সেই ধোনি

Previous articleCSK: মরশুমের মাঝপথে নেতৃত্ব বদল সিএসকে শিবিরে, চেন্নাইয়ের অধিনায়ক সেই ধোনি
Next articleবাবুলের শপথে অনুমতি রাজ্যপালের: স্পিকার নয়, দায়িত্ব ডেপুটি স্পিকারকে