পিছিয়ে গেল রঞ্জি ট্রফির (Ranji Trophy) নকআউট পর্বের দিন। প্রথমে ৪ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী রঞ্জি ট্রফির নকআউট পর্ব শুরু হতে চলেছে ৬ জুন থেকে। চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষ হবে ১০ জুন। সেমিফাইনাল হবে ১৪ থেকে ১৮ জুন। ফাইনাল হবে ২২ থেকে ২৬ জুন।

রঞ্জি ট্রফির নকআউট পর্বের জন্য ইতিমধ্যেই রাজ্য সংস্থাগুলিকে কিছু নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। যেখানে বলা হয়েছে, ৩ জুন সব দলকে পৌঁছতে হবে বেঙ্গালুরু। ৪ এবং ৫ জুন অনুশীলনের সুযোগ পাবে সব দল। প্রতিটি দলে ২০ জন ক্রিকেটার সহ সর্বোচ্চ ৩০ জন থাকতে পারবে। করোনার কারণে দলের সঙ্গে এক জন চিকিৎসক থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন:Arun Lal:বিয়ের পর রেস্তোরাঁ খুলতে চান অরুণ লালের হবু স্ত্রী বুলবুল সাহা