Thursday, August 28, 2025

হরিয়ানায় পণ আদায়ে ঘৃণ্য পন্থা স্বামীর! তীব্র নিন্দা সবমহলে

Date:

পণপ্রথা অন্যায়। কুপ্রথা। আর সেটা আদায়ে আরও ঘৃণ্য কাজ করলেন স্বামী। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। বাপের বাড়ির লোক  দেড় লক্ষ টাকা পণ( Dowry)দিতে পারেননি। সেই টাকা আদায় করতে  নৃশংস পন্থা অবলম্বন করলেন স্বামী। আত্মীয়দের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ (Gangrape) করিয়ে তাঁর ভিডিয়ো করলেন । পণের টাকা না দিলে সেই ভিডিয়ো পর্ণ সাইটে( Porn Sight) ছাড়ার হুমকিও দিলেন।

নির্যাতিতার অভিযোগ পণের জন্য বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে নানা ভাবে হেনস্থা করতেন।  দেড়লক্ষ টাকা পণের দাবি করেছিলেন শশুরবাড়ির লোকজন এবং মহিলার স্বামী। সেই টাকা না পাওয়ায়  তাঁকে  দুই আত্মীয়কে দিয়ে গণধর্ষণ করিয়ে সেই ভিডিয়ো পর্ণসাইটে আপলোড  করার  হুমকি দেন ।

দুই আত্মীয়কে বাড়িতে ডেকে স্ত্রীকে গণধর্ষণ করিয়ে অভিযুক্ত স্বামী বলেন, “পণের টাকা দেবে না তোমার বাড়ির লোক? তোমার গণধর্ষণের ভিডিয়ো ছেড়ে দেব,উপার্জন করব টাকা ।”

স্বামী এবং তাঁর দুই আত্মীয়ের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তুলেছেন মহিলা। তাঁর অভিযোগ স্বামী দুই আত্মীয়কে দিয়ে গণধর্ষণ করায়। সেই ঘটনার ভিডিয়ো করে । এরপরেই স্বামী হুমকি দিয়েছেন, যদি পণের টাকা না পান তা হলে এই ভিডিয়ো পর্ন সাইট এবং ইউটিউবে আপলোড করবেন। এমনকি এই ভিডিয়ো তাঁর বাপের বাড়ির লোকেদের দেখিয়ে টাকা আদায় করবেন বলেও হুমকি দেন। নির্যাতিতার আরও অভিযোগ, ভিডিয়োটি ইতিমধ্যেই ইউটিউবে আপলোড করেছেন তাঁর স্বামী। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখছে তারা।
পুলিশ সূত্রে খবর, ২০১৯-এ হরিয়ানায় বিয়ে হয় এই দম্পতির। তার পর থেকেই নাকি পণ নিয়ে মহিলার উপর নানা রকম চাপ সৃষ্টি করা হচ্ছিল। মাঝে তিনি বাপের বাড়ি চলে যান। কিন্তু তাঁর স্বামী নানা রকম প্রলোভন দেখিয়ে ফের তাঁকে বাড়ি ফিরিয়ে আনেন। এরপরেই এই  কুকীর্তিটি করেন ।

আরও পড়ুন:Corona Update :গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version