Wednesday, November 12, 2025

মাত্র ৮ বছরেই ৪৭  সন্তানের বাবা,  গোপনে  মা হতে আসেন মেয়েরা

Date:

৪৭টি সন্তানের জন্ম দিয়ে ফেলেছেন মাত্র আট বছরেই মার্কিন(Markin)তরুণ কাইল( Kail)। অথচ বয়স  তাঁর ৩০ পেরোয়নি। পিতৃত্বের সেঞ্চুরি( Century) হতে আর খুব বেশি দেরি নেই কাইলের। কারণ আর  কয়েক মাসের মধ্যে তাঁর আরও ১০টি সন্তান ভূমিষ্ঠ  হবে বলেই জানিয়েছেন তিনি । শীঘ্রই ৫৭টি ছেলে-মেয়ের বাবা হয়ে যাবে কাইল । শুনতে অবাস্তব লাগলেও ঘটনাটি বিজ্ঞানসম্মতভাবে সত্য।  কারণ কাইল হলেন একজন স্বেচ্ছা বীর্যদাতা(Sperm Donor)।তাঁর সন্তানেরা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন শহরে। বীর্যদানের এই কাজটি তিনি করেন সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে। কোনও স্পার্ম ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নন।  কাইল তাঁর বীর্য থেকে উৎপন্ন প্রতেকটি সন্তান এবং তাঁর মায়েদের চেনেন।

তবে সন্তানসুখ পেলেও কাইলের ভাগ্যে প্রেম জোটেনি এখনও। মেয়েরা তাঁর প্রেমে পড়েন না শুধূমাত্র মা হওয়ার ইচ্ছে থেকে গোপনে যোগাযোগ করেন তাঁরা।  কাইল জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যক্তিগতভাবে  তাঁর সঙ্গে কথা বলেন মহিলারা ডেটে যাওয়ার উদ্দেশ্য নয় কেবলমাত্র সন্তান পাওয়ার আশায়। মা হওয়ার প্রবল ইচ্ছে থেকেই শুধুমাত্র যোগাযোগ করেন কাইলের সঙ্গে।

আরও পড়ুন:তৃণমূলের তৃতীয়বারের জয়ের বর্ষপূর্তি: ‘মা-মাটি-মানুষ দিবস’ ঘোষণা মমতার, ধন্যবাদ অভিষেকের

কাইল বিনামূল্যে তাঁর বীর্য  দান করেন। এইসব মহিলারা  প্রত্যেকেই অবস্থাপন্ন। ইচ্ছে করলেই স্পার্ম ব্যাঙ্কে যেতে পারতেন। কিন্তু তা না করে কাইলের সঙ্গে যোগাযোগ করেছেন। কারণ জানতে চাইলে কাইলকে বলেছেন, তাঁরা চান তাঁদের  সন্তানেরা তাঁদের আসল বাবাকে চিনুক। যা স্পার্ম ব্যাঙ্কে হলে সম্ভব নয়। কিছু দিন আগেই বিভিন্ন দেশে ঘুরে ঘুরে নিজের সন্তানদের সঙ্গে দেখাও করেছেন কাইল। ইনস্টাগ্রামে গোটা বিশ্বে অন্তত ১০০০ নারী বীর্য চেয়েছেন তাঁর কাছে। এখনও পর্যন্ত কেউ মন দিতে চাননি তাঁকে এটাই ৪৭ সন্তানের পিতা কাইলের দুঃখ।




Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version