Bengal: রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলবে বাংলা

৬ জুন থেকে কোয়ার্টার ফাইনালে বাংলাকে খেলতে হবে ঝাড়খণ্ডের সঙ্গে।

৬ জুন থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির ( Ranji Trophy) নকআউট পর্ব। রঞ্জি ট্রফিতে প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা (Bengal) মুখোমুখি ঝাড়খণ্ড (Jharkhand)। জানা যাচ্ছে সেই ম‍্যাচে নামার আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামবে বাংলা দল। এমনটাই জানালেন, সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন,” কোয়ার্টার ফাইনালে যে দলগুলো উঠেছে, তাদের মধ্যেই যে কোনও দুটো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলা। দুটো দল এখনও ঠিক হয়নি। কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আর প্রস্তুতি তো চলছেই। প্রায় সব ক্রিকেটারই এখন ক্লাব ক্রিকেটে খেলছে। প্রথমটি ম‍্যাচটি হবে ২৯ ও ৩০ মে। দ্বিতীয়টি হবে ৪ ও ৫ জুন। ”

প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি ঝাড়খণ্ড। বাংলা দল নিয়ে আশাবাদী সিএবি সচিব। এই নিয়ে স্নেহাশিস বলেন, ” দলটা এবার খুব ভাল খেলছে। এলিট গ্রুপের ৩২টা দলের মধ্যে বাংলার পয়েন্টই সব থেকে বেশি। মোট ১৮ পয়েন্ট নিয়ে বাংলা শীর্ষে থেকে শেষ আটে উঠেছে। ফলে এই দল নিয়ে আমি অত্যন্ত আশাবাদী। ভালো ফলাফলই হবে।”

প্রথমে ৪ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও, নতুন সূচি অনুযায়ী রঞ্জি ট্রফির নকআউট পর্ব শুরু হতে চলেছে ৬ জুন থেকে।

আরও পড়ুন:ধোনি-বিরাটদের ম‍্যাচে প্রেমিককে বিয়ের প্রস্তাব প্রেমিকার, ভাইরাল ভিডিও

 

Previous articleসুসংবাদ, মুখ্যমন্ত্রীর নির্দেশে SSC-তে ৫২৬১টি নয়া পদ তৈরি করে নিয়োগ: ব্রাত্য
Next articleহাঁসখালির নির্যাতিতার পরিবারকে ১ কোটি টাকা দিতে হবে, মামলা হাইকোর্টে