Wednesday, January 14, 2026

কাশীপুরে যুবকের মৃত্যুতে CBI চাইলেন অমিত শাহ, শুভেন্দু প্রসঙ্গ টেনে কটাক্ষ কুণালের

Date:

Share post:

বঙ্গ সফরের দ্বিতীয় দিনে আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুরুতেই কোচবিহারের তিনবিঘা করিডরে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেন। এরপর কলকাতায় এসে বিমানবন্দর থেকে সোজা চলে যান কাশীপুরের ঘটনাস্থলে। যেখানে বিজেপি যুবমোর্চা নেতার মৃতদেহ উদ্ধার হয়, সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে যান। সঙ্গে ছিলেন নিশীথ প্রামানিক, শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। কথা বলেন মৃত যুবকের পরিবারের লোকেদের সঙ্গেও।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ দাবি করেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আমাদের যুবমোর্চা নেতা অর্জুন চৌরাসিয়াকে খুন করা হয়েছে। তৃণমূলে সকারের প্রথম বছরের দ্বিতীয় দিনেই এমন ঘটনা খুব দুর্ভাগ্যজনক। এই ঘটনার তদন্ত হবে। দোষীরা কেউ ছাড়া পাবে না। প্রকৃত সত্য সামনে আসার জন্য ভিডিওগ্রাফির মাধ্যমে যাতে ময়নাতদন্ত করা হয়, তার জন্য বিজেপির তরফে হাইকোর্টে যাওয়া হয়েছে। রাজ্য সরকারের কাছেও কাছে রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।”

রাজ্য সরকারের দিকে আঙুল তুলে তিনি আরও বলেন, “বাংলার মানুষকে বলতে চাই, আগে কংগ্রেস করতো, এখন তৃণমূল করছে। হিংসা ও হত্যার মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা চলছে। অর্জুন চৌরাসিয়ার দিদাকেও নিগ্রহ করা হয়েছে।

জোর করে দেহ ছিনিয়ে নিয়ে গিয়েছে পুলিশ।” পাশাপাশি এই ঘটনার সিবিআই তদন্ত হওয়া উচিত বলে মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে, অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “সিবিআই তদন্তের কথা অমিত শাহের মুখে মানায় না। সিবিআই থেকে বাঁচতে এফআইআর-এ নাম থাকা শুভেন্দু অধিকারী ওনার সঙ্গে ঘুরছেন। সিবিআই তদন্ত দাবি করেছেন উনি, তার আগে শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত করান।”

 

 

spot_img

Related articles

বেঁচে থেকেও মারা গিয়েছেন ৯৭ জন! অভিষেকের তুলে ধরা ‘ভূতেদের’ তথ্য ফাঁস

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, যেখানেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছেন, সেখানেই উঠে এসেছেন ‘ভূতেরা’ (dead...

বিজেপির হাজার হাজার মানুষের নাম বাদের ষড়যন্ত্র: কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় এসআইআর প্রক্রিয়ার সাম্প্রতিক ধাপে ইআরও থেকে বিএলও স্তরে দ্রুত কাজ শেষের নির্দেশ দিয়েছে সিইও দফতর। আর সেই...

মকরস্নানে ভিড় সাগরে, দক্ষ হাতে গঙ্গাসাগর সামলাচ্ছেন মন্ত্রী অরূপ

বুধবার মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে সাগরসঙ্গম। ভোররাত থেকেই শুরু হয় মকরস্নান,...

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...