Saturday, November 15, 2025

চট শিল্পের ত্রিপাক্ষিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে চটলেন অর্জুন, তোপ গোয়েলকে

Date:

রাজ্যের চট শিল্পের(Jute Industry) বেহাল অবস্থা নিয়ে আগেই সরব হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Sing)। পরিস্থিতি সামাল দিতে অর্জুনকে দিল্লি ডেকে বৈঠক করেন বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল(Piyush Goyel)। এরপর ডাকা হয় ত্রিপাক্ষিক বৈঠক। সোমবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি অর্জুনকে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ব্যারাকপুরের সাংসদ এবার নাম না করে নিশানা করলেন পীযূষ গোয়েলকে।

সোমবার দিল্লিতে পাটশিল্প সংক্রান্ত বিষয় নিয়ে যে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বস্ত্রমন্ত্রকের আধিকারিক, রাজ্যের শ্রম কমিশনার এবং মিল মালিকদের। তবে বৈঠকে ডাকা হয়নি অর্জুন সিংকে। কোনও আমন্ত্রণ না আসার পর এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তিনি জনান, “কারও নির্দেশেই আমাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি বিষয়টি সম্পর্কে ভালো জানি। আমি থাকলে দোষ চাপানোর বিষয়টি থাকত না।” পাশাপাশি কেন্দ্রকে তোপ দেগে তিনি আরও বলেন, “বর্তমানে যা পরিস্থিতি তা থেকে কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দায় এড়াতে পারে না। জুট কর্পোরেশনে প্রায় ৫০০ লোক রয়েছে। যাঁরা শুধু বসে বসে মাইনে নেন। তাঁদের কোনও কাজ নেই। প্রায় আড়াইশো গুদাম রয়েছে, সেগুলোকে ব্যবহার করা হয় না, তবে রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করা হয়। এই সব টাকাই তো জনগণের।”

আরও পড়ুন:বড়সড় সাফল্য পেল এসটিএফ, গ্রেফতার কেএলও জঙ্গি

শুধু তাই নয়, আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ৯ মে পর্যন্ত কোনও রকম আন্দোলন তিনি করবেন না। তবে এদিনের বৈঠক থেকে যদি কোনও রফাসূত্র না বের হয় সেক্ষেত্রে আন্দোলনে নামা হবে। বিকেলের পর পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন অর্জুন।




Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version