Friday, August 29, 2025

চট শিল্পের ত্রিপাক্ষিক বৈঠকে আমন্ত্রণ না পেয়ে চটলেন অর্জুন, তোপ গোয়েলকে

Date:

রাজ্যের চট শিল্পের(Jute Industry) বেহাল অবস্থা নিয়ে আগেই সরব হয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং(Arjun Sing)। পরিস্থিতি সামাল দিতে অর্জুনকে দিল্লি ডেকে বৈঠক করেন বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল(Piyush Goyel)। এরপর ডাকা হয় ত্রিপাক্ষিক বৈঠক। সোমবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা থাকলেও সেখানে আমন্ত্রণ জানানো হয়নি অর্জুনকে। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ ব্যারাকপুরের সাংসদ এবার নাম না করে নিশানা করলেন পীযূষ গোয়েলকে।

সোমবার দিল্লিতে পাটশিল্প সংক্রান্ত বিষয় নিয়ে যে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বস্ত্রমন্ত্রকের আধিকারিক, রাজ্যের শ্রম কমিশনার এবং মিল মালিকদের। তবে বৈঠকে ডাকা হয়নি অর্জুন সিংকে। কোনও আমন্ত্রণ না আসার পর এদিন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তিনি জনান, “কারও নির্দেশেই আমাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। আমি বিষয়টি সম্পর্কে ভালো জানি। আমি থাকলে দোষ চাপানোর বিষয়টি থাকত না।” পাশাপাশি কেন্দ্রকে তোপ দেগে তিনি আরও বলেন, “বর্তমানে যা পরিস্থিতি তা থেকে কেন্দ্রীয় সরকার কোনওভাবেই দায় এড়াতে পারে না। জুট কর্পোরেশনে প্রায় ৫০০ লোক রয়েছে। যাঁরা শুধু বসে বসে মাইনে নেন। তাঁদের কোনও কাজ নেই। প্রায় আড়াইশো গুদাম রয়েছে, সেগুলোকে ব্যবহার করা হয় না, তবে রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করা হয়। এই সব টাকাই তো জনগণের।”

আরও পড়ুন:বড়সড় সাফল্য পেল এসটিএফ, গ্রেফতার কেএলও জঙ্গি

শুধু তাই নয়, আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ৯ মে পর্যন্ত কোনও রকম আন্দোলন তিনি করবেন না। তবে এদিনের বৈঠক থেকে যদি কোনও রফাসূত্র না বের হয় সেক্ষেত্রে আন্দোলনে নামা হবে। বিকেলের পর পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন অর্জুন।




Related articles

প্রেক্ষাগৃহে রহস্য থেকে রম-কম! ২৯ অগাস্টে বড়পর্দায় বাংলা–হিন্দি ছবির ভিড় 

আগামিকাল অর্থাৎ শুক্রবার সপ্তাহান্তে একসঙ্গে মুক্তি পেতে চলেছে একাধিক বাংলা ও হিন্দি ছবি। ফলে সিনেমাপ্রেমীদের জন্য পছন্দের তালিকা...

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...
Exit mobile version