Sunday, November 16, 2025

এবার দলের মধ্যেই দল বিরোধী স্লোগান। গেরুয়া শিবিরের কট্টর সমর্থকরাই স্লোগান তুললেন বিজেপি সরকার, আর নেই দরকার ‘ । অবিশ্বাস্য হলেও এই ঘটনা সত্যিই ঘটেছে । গেরুয়া শিবিরের দুর্গাপুর সংগঠনের এইকাণ্ড দেখে হতবাক সকলে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুর থানায় একটি বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। বিক্ষোভ চলাকালীন হঠাৎই দলের প্রায় ২০ থেকে ২৫ জন ‘বিজেপি সরকার, আর নেই দরকার’ বলে স্লোগান দিতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান উপস্থিত বাকি কর্মী সমর্থকরাও। বিজেপি নেতা কর্মীদের এই আচরণ সম্পর্কে বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে প্রশ্ন করা হলে তিনি শাক দিয়ে মাছ ঢাকার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। তাঁর যুক্তি, কর্মীরা ভুল করে ওই শ্লোগান দিয়ে ফেলেছেন। লক্ষ্ণণ বাবুর এই যুক্তিকে অসার এবং হাস্যকর করে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেতা এবং দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল। তিনি বলেন, ‘মুখ ফস্কে বলে ফেললে তা হয়তো একবার শোনা যেত। কিন্তু যা শোনা গেল তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে, কেন্দ্রের মোদি সরকারের লাগামহীন স্বৈরাচারের বিরুদ্ধে এভাবেই জেহাদ ঘোষণা করতে চাইছেন খোদ তাঁর দলেরই নেতা কর্মীদের একটা বড় অংশ। না হলে প্রায় দেড় দু মিনিট ধরে ওই একই শ্লোগান তাঁরা দেবেন কেন ? আসলে বিজেপি কর্মীরা যেটা বলে ফেলেছেন, সেটাই তাঁদের মনের কথা।কারণ তাঁদেরও তো রান্নার গ্যাস থেকে পেট্রল, ডিজেল, সর্ষের তেল সবই কিনতে গিয়ে চোখের জল পড়ছে। তাই মনে মনে নরেন্দ্র মোদি সরকারের পতন কামনা করার শব্দগুলোই স্লোগান হয়ে রাজনৈতিক কর্মসূচিতে ঝরে পড়েছে ‘। বিজেপি কর্মীদের এমন আচরণে এখন আক্ষরিক অর্থেই চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। সবাই ঘটনার দায় ঝেড়ে ফেলার মরিয়া চেষ্টা করে চলেছেন।

 

Related articles

স্বামীর নামে ভুল! SIR ফর্ম হাতে পেয়েও অশান্তি, আত্মঘাতী মহিলা

ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন...

ইডেনে হারের নেপথ্যে গম্ভীরের রণকৌশল! WTC তালিকাতেও পতন ভারতের

ইডেনে লজ্জার হার ভারতের(India)। পছন্দ মতো পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে জয় অধরাই থাকল ভারতের(India)। টিম...

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...
Exit mobile version