অশনির দাপটে অন্ধ্রের সমুদ্রে তটের ভেসে এলো “ভিনদেশি” অপূর্ব সোনালি রথ

ঘূর্ণিঝড়ে অশনির প্রবল দাপট। তবে তারই মাঝে অন্ধ্রের শ্রীকাকুলামে সমুদ্রে তটের কাছে ভেসে এলো অপূর্ব এক সোনালি রথ। যা দেখে উন্মাদনা তৈরি হয় স্থানীয়দের মধ্যে।

”অশনি”র জেরে উত্তাল শ্রীকাকুলাম সংলগ্ন সুন্নাপল্লী সমুদ্রে তটের কাছে ভাসতে দেখা যায় সোনালি ওই রথটিকে। ভারী বৃষ্টি ও ঝড়ের তাণ্ডব উপেক্ষা করেও তটের ছুটে যান অতি-উৎসাহীরা। সকলে মিলে সোনালি রথটিকে পাড়ের দিকে আনার চেষ্টা করেন।

রথটির সাজসজ্জা ও মডেল দেখে স্থানীয়দেন অনুমান, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য কোনও দেশ থেকে জলের তোড়ে রথটি অন্ধ্র উপকূলে ভেসে এসেছে। মায়ানমার, থাইল্যান্ড বা মালয়েশিয়ার হতে পারে বলে মনে করা হচ্ছে।

Previous articleAshani: বাংলার আকাশ অশনিমুক্ত, তবে বৃষ্টি ভিজবে বঙ্গের মাটি
Next articleCAA-NRC নিয়ে দ্বিচারিতা করছে বিজেপি: অসম থেকে শাহকে নিশানা অভিষেকের