Monday, January 12, 2026

ক্যান্সার আক্রান্ত শিক্ষিকার পাশে দাঁড়িয়ে ফের নজির গড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

এর আগেও বারেবারে বিভিন্ন সেবামূলক কাজে এগিয়ে এসে দৃষ্টান্ত গড়েছেন। বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন। ফের দেখা গেল  হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মানবিক রূপ। এবার ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সুনীতা শর্মার পাশে দাঁড়ালেন বিচারপতি। অভিযোগের ভিত্তিতে স্কুলে প্রধানশিক্ষিকাকে আদালতে ডেকে পাঠালেন তিনি।

আরও পড়ুন:পুনর্বিবেচনা না হওয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট


জানা গেছে,হুগলির ভদ্রেশ্বরের তেলনিপাড়া মহাত্মা গান্ধী হাইস্কুলের শিক্ষিকতা করেন সুনীতা শর্মা। ২০১৬ সাল থেকে ক্যান্সারে আক্রান্ত হন তিনি।  কিন্তু তাঁর স্কুলের প্রধান শিক্ষক সুনীতা দেবীকে ক্যান্সার আক্রান্তদের জন্য বরাদ্দ স্পেশাল ছুটি থেকে বঞ্চিত করেছেন। শুধু তাই নয়, শিক্ষিকার গ্রেড পে বৃদ্ধির বিষয়টি থেকেও তাঁকে বঞ্চিত করেছেন বলে অভিযোগ। এমনকী বিনা নোটিশে শিক্ষিকার বেতন থেকে ৮ হাজার টাকাও কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।  এই সমস্ত অভিযোগ শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুলের প্রধান শিক্ষককে বুধবার সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


ক্যান্সারে আক্রান্ত হওয়ায় শিক্ষিকার বর্তমানে প্রচুর টাকার প্রয়োজন হয়ে পড়েছে। টাটা ক্যান্সার সেন্টারে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তাই তাঁর ন্যায্য বেতন থেকে টাকা কেটে নেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুনীতা। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষিকার দাবি, দেরি করে স্কুলে ঢোকায় তাঁর বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। কিন্তু তাতেও প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বিনা নোটিশে কীভাবে বেতন কেটে নিলেন প্রধান শিক্ষিকা, প্রশ্ন করেন তিনি।


মঙ্গলবার ক্যান্সার আক্রান্ত শিক্ষিকা সুনীতা শর্মার অভিযোগ শুনে  ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরপরই ডেকে পাঠান অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে।

spot_img

Related articles

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...