Friday, November 14, 2025

স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি পথে ব্যবস্থা, ‘রাফ অ্যান্ড টাফ’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আগেও বলেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার, নবান্নে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকের পরে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আইনি পথে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “স্বাস্থ্যসাথী কার্ড (Health Card) গ্রহণ না করলে হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” একই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্য এখন সরকারি হাসপাতালে অত্যন্ত উন্নত পরিষেবা দেওয়া হয়। তাই যতক্ষণ সম্ভব স্বাস্থ্যসাথী কার্ডে সরকারি হাসপাতালে চিকিৎসা করানো উচিত। মুখ্যসচিবের নেতৃত্বের কমিটি করা হয়েছে। তাঁরা সরকারকে পরামর্শ দেবে বলেও জানান মমতা।

পাশাপাশি, গরমে রক্ত সঙ্কট মেটাতে পুলিশকে রক্তদান শিবির করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ সব সময়ই জনগণের পাশে দাঁড়ায়। কলকাতা ও রাজ্য পুলিশ শিবির করে রক্তের সঙ্কট মেটানোর চেষ্টা করুক। এই বৈঠকে রাজনৈতিক মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। শুধু বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে ৮০০ ওষুধের দাম বেড়েছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সব জিনিসের দাম বেড়েছে। কটাক্ষ করে মমতা বলেন, সব কিছুর দাম বাড়ছে, সৌজন্যের দাম কমছে

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...