Thursday, November 13, 2025

রাজ্যের প্রাপ্য টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র: মোদিকে ফের নিশানা মমতার

Date:

রাজ্য সরকারের প্রাপ্য টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। বারবার কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বৃহস্পতিবার টাউনহলের উদ্বোধনে গিয়ে প্রকাশ্যে ফের একবার মোদি সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। এবারও তিনি কেন্দ্রের(central) বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন। স্পষ্টভাবে জানিয়ে দিলেন কেন্দ্র তো টাকা দিচ্ছে না উল্টে রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে।

এদিন টাউনহলে ডব্লিউবিসিএস(WBCS) আধিকারিকদের এক অনুষ্ঠানে উপস্থিত হয় কেন্দ্রকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ডিসেম্বর মাস থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র। ১০০ দিনের কাজ করে টাকা পাচ্ছে না রাজ্যের মানুষ। কেন্দ্র তো টাকা দিচ্ছি না উল্টে রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে। পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য আমলাদের কাজের জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, করোনাকালে আপনারা যেভাবে কাজ করেছেন তাতে আমরা গর্বিত। অনুষ্ঠান থেকে ডব্লিউবিসিএস আধিকারিকদের জন্য বেশকিছু ঘোষণা করেন।

আরও পড়ুন:সংস্কারের পর নবগঠিত ঐতিহাসিক টাউন হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা করে দেন ডব্লিউবিসিএস অফিসাররা বেতনের ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর প্রতি মাসে ১০ হাজার টাকার বিশেষ ভাতা পাবেন। একই সঙ্গে তাঁদের শরীর-স্বাস্থ্য পরীক্ষার বিশেষ ব্যবস্থাও করা হবে। এছাড়াও আইএএস, আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারদের সকল ভাতা সমান করার কথাও ঘোষণা করেছেন মমতা। এতে রাজ্য ও কেন্দ্রের আমলাদের বেতনের ফারাক কিছুটা কমবে। একইসঙ্গে রাজ্যে ফের জেলার সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।




Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version