Monday, August 25, 2025

মানুষ পারিশ্রমিক পাচ্ছেন না, ১০০ দিনের কাজের টাকা চেয়ে মোদিকে চিঠি মমতার

Date:

রাজ্যের সাধারণ মানুষ ১০০ দিনের কাজ করেছেন অথচ মজুরি বকেয়া পড়ে রয়েছে। গত চার মাস ধরে সেই বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার(Central govt)। এই বকেয়ার পরিমাণ ৬ হাজার ৫০০ কোটি টাকা। বাংলার শ্রমিকদের প্রাপ্য মজুরি চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কবে এই বকেয়া মজুরি দেওয়া হবে? চিঠিতে সেটাও জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা লেখা এই চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত চার মাস ধরে কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের ৬৫০০ কোটি টাকা বকেয়া ফেলে রেখেছে। যার ফলে বাংলার হতদরিদ্র মানুষ গুলি অত্যন্ত সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। কারণ কেন্দ্রের দেওয়া ওই টাকার উপরেই বাংলার গ্রামের বহু দরিদ্র মানুষের জীবন ধারণ নির্ভর করে। টাকা বকেয়া থাকায় বঞ্চিত হচ্ছেন এইসব প্রান্তিক মানুষ।

আরও পড়ুন:তাজমহলের ২২টি বন্ধ দরজা খোলার আবেদন খারিজ, কী বলল এলাহাবাদ হাইকোর্ট

শুধু তাই নয় প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র টাকা না দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, পিএম আবাস যোজনায় গ্রামীণ এলাকায় বাড়ি তৈরির কাজে গোটা দেশের সবার আগে রয়েছে বাংলা। ২০১৬-১৭ অর্থবর্ষে ৩২ লক্ষ বাড়ি বানানো হয়েছে এই প্রকল্পে। তারপরও নতুন করে বাংলার জন্য কোন অর্থ বরাদ্দ করা হয়নি। প্রধানমন্ত্রীর কাছে তিনি অনুরোধ করেছেন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য কারণ কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করায় রাজ্যের গ্রামীণ উন্নয়ন ব্যাহত হচ্ছে।




Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version