Saturday, August 23, 2025

রাত পেরলেই ডিওয়াইএফআই-এর (DYFI)সম্মেলন। তাই চূড়ান্ত পর্যায়ে চলছে প্রস্তুতি। ১৩ মে থেকে শুরু হচ্ছে ডিওয়াইএফআই-এর(DYFI) একাদশতম সম্মেলন, চলবে ১৫ মে পর্যন্ত। সল্টলেকের(Saltlake) EZCCতে সেই প্রস্তুতি দেখতে উপস্থিত এখন বিশ্ব বাংলা সংবাদ। এই সম্মেলন উপলক্ষে গোটা সল্টলেক চত্ত্বর সাজিয়ে তোলা হয়েছে সংগঠনের সাদা পতাকা দিয়ে। রাস্তার ধারে ধারে ডিওয়াইএফআই (DYFI)কর্মীদের কাজের টুকরো ছবি, সাথে মেহনতি মানুষের কথা।

১৯৭৭ থেকে ২০১১- টানা চৌত্রিশ বছরের বাম সরকারের আমলের গঠনমূলক কাজের স্মৃতি যেন সল্টলেকের EZCC-এর আনাচে কানাচে। আজ প্রস্তুতি পর্বে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত। EZCC চত্বর ঘুরে দেখেন বাম নেতা তন্ময় ভট্টাচার্য ,শতরূপ ঘোষ প্রমুখরা। সংগঠনের নাম লেখা রঙিন পতাকা ও বিভিন্ন পোস্টার দিয়ে দিয়ে সাজান হয়েছে সম্মেলন চত্ত্বর। গতকাল সম্মেলন স্থলের পাশে ঐকতান মুক্তাঙ্গন চিত্র প্রদর্শনী হয়েছে। আগামিকাল অর্থাৎ ১৩ মে থেকে সম্মেলন চত্ত্বরে প্রদর্শিত হবে ছবিগুলি। আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সুদীপ সেনগুপ্ত(Sudip Sengupta) জানান, ডিওয়াইএফআই-এর একাদশতম এই সম্মেলনে সারা দেশ থেকে মানুষ আসবেন। সবার কাছে ভারতের স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা বোঝাতে নানা রংবেরঙের পোস্টার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের(Left Front Government) সাফল্যের খতিয়ান তুলে ধরার লক্ষ্যে নানা আয়োজন বলে জানান তিনি।

ডিওয়াইএফআই-এর একাদশতম সর্বভারতীয় সম্মেলনের প্রাক্কালে আজ ১২ মে ধর্মতলার রানি রাসমণি এভিনিউতে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee),বাম নেতা অভয় মুখোপাধ্যায়(Abhay Mukherjee) সহ ডিওয়াইএফআই-এর কর্মী ও সদস্যরা। দুর্নীতিমুক্ত ভারত গড়ার লক্ষ্যে, সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত করতে যুব সমাজের সংগ্রামকে আরও তীব্র করার আবেদন জানান হয় আজ সমাবেশ মঞ্চ থেকে।



Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version