ওয়াটার স্লাইড আচমকা ভেঙে ৩০ ফুট নীচে আছড়ে পড়লো ১৬ জন

ইন্দোনেশিয়ার এক ওয়াটার পার্কে ওয়াটার স্লাইড আচমকাই মাঝখান থেকে ভেঙে পড়লো ৩০ ফুট নীচে। সেই সঙ্গে আছড়ে পড়লেন ১৬ জন। আনন্দের পরিবেশ বদলে গেল মূহুর্তে। প্রকাশ্যে এল সেই ভিডিয়ো। এই দুর্ঘটনায় হাড় ভেঙেছে তিনজনের। বাকিদের চোট খুব সামান্য। ইন্দোনেশিয়ার কেনজারান ওয়াটার পার্কে মধ্যেই আট জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটেছে ৭ ই মে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ওয়াটার স্লাইডে তখন আনন্দে মাতোয়ারা লোকজন। আচমকাই স্লাইডের মাঝখান থেকে ভেঙে পড়ল। তার পরই দেখা যায় ওই স্লাইডের ভিতরে থাকা বেশ কয়েক জন একে অপরের ঘাড়ের উপর আছড়ে পড়ছেন।

আরও পড়ুন- Arjun Chaurasia:মৃত্যুর কারণ খুঁজতে এবার পাসওয়ার্ড বিশেষজ্ঞের দ্বারস্থ পুলিশ

Previous articleArjun Chaurasia:মৃত্যুর কারণ খুঁজতে এবার পাসওয়ার্ড বিশেষজ্ঞের দ্বারস্থ পুলিশ
Next articleAtk Mohunbagan: এএফসি কাপে গ্রুপ চ‍্যাম্পিয়ন হওয়াই লক্ষ‍্য বাগান ব্রিগেডের