ধ্বংসস্তূপ থেকে এখনো বেরোচ্ছে পোড়া দেহের অংশ, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ভস্মীভূত বহুতল থেকে এখনও পোড়া দেহের গন্ধ বেরোচ্ছে । ধ্বংসস্তূপ সরালে এদিক-ওদিক থেকে পোড়াদেহের অংশ বেরিয়ে আসছে। তার ফলে মৃতের সংখ্যা ২৭ থেকে আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ নিখোঁজ বলে জানা গিয়েছে। ভস্মীভূত ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সময় প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও ৪০ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। উদ্ধার করা হয়েছে ৬০ থেকে ৭০ জনকে। এদিকে ঘটনাস্থলে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। দমকল ও উদ্ধারকারী বাহিনীকে দ্রুত ধ্বংসস্তূপ সরানোর নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

শুক্রবার রাত থেকেই ভষ্মীভূত বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে। বাড়ি এখন পুরোটাই প্রশাসনের দখলে। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ২৮ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরিবারের তরফ থেকে এদের নিখোঁজ ডায়েরি করা হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাচ্ছে দমকল ও এনডিআরএফ।

Previous articleত্রিস্মৃতি বিজড়িত ২৫৬৬ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন আগামী ১৬ মে
Next articleমধ্যপ্রদেশে চোরাশিকারিদের হামলায় তিন পুলিশকর্মীর মৃত্যু, তিনজন আহত