ত্রিস্মৃতি বিজড়িত ২৫৬৬ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন আগামী ১৬ মে

পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির পরিচালনায় আগামী ১৬ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গান্ধী মূর্তির পাদদেশে একটি মঙ্গল উৎসব পালিত হবে। ওই দিন মেয়ো রোড-ময়দান সংলগ্ন এলাকায় সকাল ১০টা হতে বিকেল ৪টে পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি, বিশ্বশান্তি ও বিশ্ববাসীর মঙ্গল প্রার্থনায় ভগবান গৌতম বুদ্ধের অনুসারী সহ বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে ওই উৎসব পালন করবেন। এই মিলন উৎসবে রাজ্য সরকারের বিভিন্ন আধিকারিকগণ, বিশিষ্ট মন্ত্রীগণ, সাংসদ, বিধায়ক, সাংবাদিক, বিদেশি রাষ্ট্রদূত, উপ রাষ্ট্রদূত সহ বৌদ্ধ ধর্মীয় গুরুজীরাও উপস্থিত থাকবেন। মুখ্য ভূমিকায় থাকবেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার সাধারণ সম্পাদক ও উৎসব কমিটির সভাপতি ভদন্ত ডঃ বুদ্ধ প্রিয় মহাথ। সকলের সাদর আমন্ত্রণ রইল।

 

Previous articleব্রেবোর্ন রোডে জলের পাইপ ফেটে রাস্তায় ধস, কোন পথে যান চলাচল ?
Next articleধ্বংসস্তূপ থেকে এখনো বেরোচ্ছে পোড়া দেহের অংশ, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল