ব্রেবোর্ন রোডে জলের পাইপ ফেটে রাস্তায় ধস, কোন পথে যান চলাচল ?

কলকাতা কর্পোরেশনের(KMC) কর্মীরা পাইপ সারাইয়ের কাজ শুরু করে দিয়েছে। এই ধসের ফলে হাওড়া-বিবাদী বাগের রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে।

শনিবার সকালে বড়বাজারে নেতাজি সুভাষ রোডের (Netaji Subhas Road)রাস্তায় হঠাৎ ধস(landslide)নামে। জানা গেছে মাটির তলায় জলের পাইপ ফেটে গিয়ে এই বিপত্তি ঘটেছে। কলকাতা কর্পোরেশনের(KMC) কর্মীরা পাইপ সারাইয়ের কাজ শুরু করে দিয়েছে। এই ধসের ফলে হাওড়া-বিবাদী বাগের রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। যত বেলা বাড়বে ততই যানজটও বাড়বে বলে মনে করা হচ্ছে।

হাওড়া থেকে ডালহৌসির দিকে ব্রেবোর্ন ব্রিজ ধরে যাওয়া যেতে পারে। তবে ব্রেবোর্ন ব্রিজের নিচ থেকে বড়বাজারের যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে। সেখান থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে পুলিস। যুদ্ধকালীন তৎপরতায় পাইপ সারাইয়ের কাজ চালু হয়ে গেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।



Previous articleরাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে রাশিয়ার বিরুদ্ধে ভোটাভুটিতে অংশ নিল না ভারত
Next articleত্রিস্মৃতি বিজড়িত ২৫৬৬ তম বুদ্ধ পূর্ণিমা উদযাপন আগামী ১৬ মে