জোড়াসাঁকো ঠাকুরবাড়ির লাগোয়া প্রাঙ্গণে শুরু হয়েছে ‘সমারোহ ২০২২’। শনিবার, সন্ধেয় সেখানে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন-সহ বিশিষ্টরা। আয়োজন দেখে মুগ্ধ কুণাল। সেখান থেকে একটি বাঁশের টুথ ব্রাশ কেনেন তিনি। অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি লেখেন,

“সমারোহ। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির লাগোয়া প্রাঙ্গণে দারুণ উৎসব। শ্রীমান সৌরভ বিশাই আর তার সহকর্মীদের উদ্যোগে। গান থেকে বইমেলা; ছবির প্রদর্শনী থেকে হস্তশিল্পমেলা- মূলত বিভিন্ন জেলার তরুণ তরুণীদের এক দুরন্ত আয়োজন। আমার খুব ভালো লেগেছে। উৎসব রবিবারও থাকবে। ঘুরে আসুন।
প্রসঙ্গত, আমি ওখান থেকে বাঁশের টুথ ব্রাশ কিনেছি।”
আরও পড়ুন- শিল্পপতি গৌতম আদানিকে রাজ্যসভার প্রার্থী করতে ইচ্ছুক অন্ধ্রের মুখ্যমন্ত্রী
