Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) ফের শোকের ছায়া ক্রিকেটে দুনিয়ায়। প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই অলরাউন্ডার। মৃত্যু কালে বয়স হয়েছিল ৪৬ বছর।

২) ইতিহাস গড়তে পারল না মহামেডান স্পোর্টিং ক্লাব। টানা দু’বার আইলিগ চ‍্যাম্পিয়ন গোকুলাম কেরলা। শনিবার সাদা-কালো ব্রিগেডকে ২-১ হারাল তারা। আই লিগ জয়ের স্বপ্ন অধরাই থাকল মহামেডানের।

৩) আইপিএল-এর  পিছু ছাড়ছে না বেটিং বিতর্ক। ২০১৯ সালে আইপিএল-এ বেটিং পরিচালিত হয়েছিল পাকিস্তান থেকে। এমনটাই দাবি সিবিআই-এর। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ”২০১৯ সালে পাকিস্তানের বুকিরা বেট করেন।

৪) অবসরের কথা ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেললেন চেন্নাই সুপার কিংসের  ক্রিকেটার অম্বাতি রায়ডু। আইপিএলের মাঝে অবসরের কথা ঘোষণা করেন অম্বাতি রায়ডু। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আবার কিছুক্ষণ বাদে মুছেও ফেলেন তিনি।

৫) মরণবাঁচন ম্যাচে জয়। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আয়াররা জিতলেন ৫৪ রানে।

আরও পড়ুন:Andrew Symond: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস

 

 

Previous articleAndrew Symond: প্রয়াত প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস
Next articleফের কোভিড পজিটিভ অভিনেতা অক্ষয় কুমার