Saturday, November 15, 2025

মঙ্গলে জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, দেবেন ১০০ নিয়োগপত্র

Date:

অশনি সতর্কতায় পিছিয়ে গিয়েছিল জঙ্গলমহল সফর। মঙ্গলবার, তিনদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক বৈঠক এবং সরকারি অনুষ্ঠান থেকে ১০০টি স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র দেবেন তিনি।

একনজরে মুখ্যমন্ত্রীর সফরসূচি-

• ১৭ মে- পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদে প্রশাসনিক বৈঠক।
• জেলার একাধিক প্রকল্পের পাশাপাশি বীরভূমের ইলামবাজার–পানাগড় সেতু, লাভপুরে কুয়ে নদীর উপর সেতু এবং ময়ূরেশ্বরের বাহিনা মোড় থেকে মুর্শিদাবাদের আন্দি পর্যন্ত ২৩ কিলোমিটার রাস্তার উদ্বোধন।
• ১৮ মে- পশ্চিম মেদিনীপুরে কর্মিসভা।
• ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক।
• ১৯মে- ঝাড়গ্রাম জেলার কর্মিসভা সেরে কলকাতা ফেরা।

পুরুলিয়া থেকে মোট পাঁচজন চাকরির নিয়োগপত্র পাচ্ছেন। তাঁদের মধ্যে দু’জন আত্মসমর্পণকারী মাওবাদী। বাকি তিনজনের পরিবারের সদস্য মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছেন। বাঁকুড়া থেকে চাকরি পাচ্ছেন সাতজন। পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও বেশ কয়েকজন নিয়োগপত্র পাবেন।

আরও পড়ুন:ডোমজুড়-কাণ্ডে নয়া মোড়: খুনের সুপারি দিয়েছিলেন ছেলের প্রেমিকা!

২০১১–১২-তে মাওবাদীদের পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে কয়েক হাজার তরুণ-তরুণীকে চাকরি দিয়েছে সরকার। কিন্তু ফের কিছুদিন আগে মাওবাদীর নাম করে এলাকায় পোস্টার পড়ছে। একে বিজেপি-র ষড়যন্ত্র বলে অভিযোগ করেন মমতা। মাওবাদীদের হাতে নিহতদের পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মসমর্পণকারী মাওবাদী বা তাদের ‘লিঙ্কম্যান’-দের চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এরকম ১০০ জনকে চাকরির নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী।




Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version