Friday, November 14, 2025

তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই! তাপপ্রবাহের সতর্কতা জারি দিল্লিতে

Date:

তাপপ্রবাহের (Hit Wave) সতর্কতা জারি হল দিল্লিতে(Delhi)। রেকর্ড গরম(Record Hit)তাপমাত্রা ৫০ ছুঁয়েছে প্রায়। হিমশিম খাচ্ছেন  দিল্লির বাসিন্দারা। আবহাওয়া দফতর সূত্রের খবর, রবিবার হরিয়ানার মুঙ্গেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৯ ডিগ্রি এবং গুরগাঁওয়ে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস,দিল্লির সফদরজঙ্গে  তাপমাত্রা ছুঁয়েছে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণ পশ্চিম দিল্লিতে তাপমাত্রা ছুঁয়েছে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস। উত্তরপ্রদেশের বান্দা জেলায় পারদ ছুঁয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের চুরু, পিলানিতে সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৪৭.৯ ও ৪৭.৭ ডিগ্রি সেলসিয়াস, খাজুরাহো ও নওগায় তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি ।

আবার রেকর্ড গরমের সাক্ষী দিল্লি এর আগে ১৯৬৬ সালের মে মাসে এমন পরিস্থিতি হয়েছিল। রাজধানীতে এই ভয়াবহ দাবদাহের কারণ হিসেবে আবহাওয়াবিদরা মনে করা হচ্ছে বৃষ্টির আকাল। আবহাওয়া দফতর জানাচ্ছে এখন বেশ কিছুদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে চলবে তাপপ্রবাহ। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ডোমজুড়-কাণ্ডে নয়া মোড়: খুনের সুপারি দিয়েছিলেন ছেলের প্রেমিকা!

IMD-এর বিজ্ঞানী আর কে জেনামনি জানিয়েছেন, মেঘলা আকাশ এবং কখন কখন দমকা হাওয়া বয়েছে। কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হয়নই ফলে সর্বোচ্চ তাপমাত্রা নিম্নগামী হয়নি। চলতি বছরে রবিবার ছিল রাজধানীতে উষ্ণতম দিন। গত কয়েক সপ্তাহে মাত্র দু’দিন বৃষ্টি হয়েছে। গত ২১ এপ্রিল বৃষ্টি হয়েছে ৩ মিমি। আর গত ৪ মে দিল্লিতে বৃষ্টি হয়েছে ১.৪ মিমি।

IMD-এর আরেক বিজ্ঞানী নরেশ কুমার সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন,”রাজস্থানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, দিল্লিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।”




Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version