Friday, December 26, 2025

সবুজসাথী প্রকল্পের দৌলতে ফের শীর্ষে বাংলা, অনেক পিছিয়ে মোদি রাজ্য

Date:

Share post:

ফের রাজ্যই সেরা। সাইকেলের গুরুত্ব বুঝেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’চাকায় ভর করে মানুষের রোজকার জীবনের মান বদলে যেতে পারে। একথা উপলব্ধি করে তাঁর ভাবনায় আসে ‘সবুজসাথী প্রকল্প’। শুরু হয় স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার মহাযজ্ঞ। এবার তাঁর সেই প্রকল্পের সার্থকতার ছবি ফুটে উঠল কেন্দ্রের রিপোর্টে। সমীক্ষা বলছে, বাংলার ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি করে সাইকেল রয়েছে। যা সারা দেশের নিরিখে সর্বাধিক।

আরও পড়ুন:আন্দামানে বর্ষা , বঙ্গে কবে থেকে বৃষ্টি?


ভারত সরকার পাঁচ বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সেই লক্ষ্যেই সারা দেশজুড়ে সমীক্ষা চালিয়েছে। সমীক্ষায় অন্য অনেক তথ্যের পাশাপাশি জানতে চাওয়া হয়, পরিবারে সাইকেল আছে কি না। সাইকেল থাকা বা না থাকার সঙ্গে একদিকে যেমন রাজ্যের আর্থিক মানদণ্ড সম্পর্কে ধারণা করা যায়, তেমনই সাইকেল পরিবহন ও শরীর-স্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা নিয়ে থাকে।




জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম রিপোর্টটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০১৯-২০২১, এই দু’বছর ধরে চলা সমীক্ষায় দেখা গিয়েছে পরিবার পিছু সাইকেল থাকার ক্ষেত্রে বাংলাই প্রথম। পশ্চিমবঙ্গের ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি সাইকেল রয়েছে। যা সারাদেশের নিরিখে সর্বাধিক। দেশের সার্বিক হার ৫০.৪ শতাংশ। তার থেকে অনেকটাই উপরে বাংলা। বিজেপি শাসিত রাজ্য গুজরাতে সাইকেল রয়েছে এমন পরিবার মাত্র ২৯.৯ শতাংশ। বাংলায় ‘সবুজসাথী প্রকল্পের’ জন্যই সাইকেলের পরিমাণ এত বেশি বলে দাবি ওয়াকিবহালমহলের। এর জন্য কেন্দ্র থেকে শুরু করে আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান রাজ্য সরকারের প্রশংসা করেছেন।

spot_img

Related articles

জনসমুদ্র পার্ক স্ট্রিটে: বড়দিনের আলোয় শহর মাতোয়ারা, রাত বাড়তেই ভিড়ের ঢল

কনকনে ঠান্ডাকে সঙ্গী করে বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। জেলা থেকে শহর—সর্বত্রই উৎসবের আমেজ, তবে প্রতি বছরের...

স্পষ্টতা চেয়ে ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের, সূচি নিয়ে ক্ষোভ ইস্টবেঙ্গলের

সাফ ক্লাব কাপ জয়ী মহিলা দলের ফুটবলার, কোচ অ্যান্টনি আ্যন্ড্রিউজ এবং সাপোর্টিং স্টাফদের  সংবর্ধিত করল   ইস্টবেঙ্গল ক্লাব(East Bengal)...

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...