মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে উদ্যোগ, ৫৬ জন মাওবাদীকে চাকরির নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর

ক্ষমতায় আসার পরে থেকে জঙ্গলমহলে মাওবাদী দৌরাত্ম্য বন্ধের বিষয়ে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জীবনের মূল স্রোতে ফেরাতে তাঁরই উদ্যোগে মাওবাদীদের জন্য প্যাকেজ ঘোষণা করে রাজ্য সরকার। মঙ্গলবার মেদিনীপুরে (Medinipur) প্রশাসনিক বৈঠকে তা আরও একবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আত্মসমর্পণ করলে সরকারের সুযোগ-সুবিধা মিলবে। এদিন নতুন করে ৫৬ জন মাওবাদীকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন মমতা।

বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী। সেই প্রেক্ষিতে একাধিক মাওবাদী তাঁদের অস্ত্র সরকারের কাছে ফিরিয়ে দিয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসেন। রাজ্য সরকারও তাদের চাকরি এবং আর্থিক পুনর্বাসন দিয়েছে। মেদিনীপুরের এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত আমরা ৫০০-র বেশি মাওবাদীকে পুনর্বাসন দিয়েছি। যদি আগামী দিনে আরও কেউ আত্মসমর্পণ করে সমাজে ফিরে আসতে চান তাদেরও পুনর্বাসন প্যাকেজ দেওয়া হবে। ইতিমধ্যেই আত্মসমর্পণকারী মাওবাদীদের বিভিন্ন থানায় হোমগার্ড হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। যাঁরা একসময় ভোটে বিরোধীতা করতেন, মূল স্রোতে ফেরার পর তাঁরাই উৎসাহের সঙ্গে নির্বিঘ্নে ভোট যাতে হয় তার কাজ করছেন। যা দেশের কাছে নজির তৈরি করেছে। এর পাশাপাশি মাওবাদী হামলায় যাঁরা প্রায়ণ হারিয়েছেন তাঁদের পরিবারের সদস্যকেও চাকরি দিচ্ছে রাজ্য।




Previous articleআনিস খান মৃত্যুরহস্য:সিটের তদন্তেই ভরসা রাখল হাই কোর্ট
Next articleWeather Update:সকাল থেকে গুমোট গরম, রাতেই কি ঝরবে অঝোর ধারা?