Sunday, August 24, 2025

যে কোনও কাজ করতে অত্যাধিক টাকা চায় পূর্ত দফতর। মঙ্গলবার তিন দিনের জঙ্গলমহল সফরে গিয়ে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরির খরচ হিসেবে ৩০-৪০কোটি টাকার খরচের হিসেব দেয় PWD। এই কথা মেদিনীপুর (Medinipur) শহরে প্রদ্যোৎ স্মৃতি সদনে প্রশাসনিক সভায় শোনেন তিনি। সেই সময় পূর্ত দফতরের কাজকর্মের খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, ‘‘PWD-র বড্ড বেশি খাঁই। ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই।’’

মখ্যমন্ত্রী বলেন, ‘‘ওরা একটু বেশি টাকা ধরে। ওদের কাজ দেবে না। কাজ করতে গেলে এমন বাজেট দেয় যে, বলার না।’’ তিনি পাশাপাশি অভিযোগ করেন প্রথমে কম টাকা বাজেট দিলেও পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে দেয় পূর্ত দফতর।

আরও পড়ুন:ট্রেন নয় যেন প্লাস্টিকের খেলনা! অসম বন্যার ভয়াবহতার সাক্ষী দুনিয়া,ভাইরাল ভিডিয়ো

সেই সময়ে সংশ্লিষ্ট আধিকারিকের থেকে প্রকল্প-রিপোর্ট চান মুখ্যমন্ত্রী। জানানো হয়, একটি কমিউনিটি হল ও দু’টি বড় গেট তৈরিতে ৩০-৪০ লক্ষ টাকা লাগবে। পরে আরও অর্থ লাগবে বলেও জানান তিনি। কিন্তু মমতা জানান, সব কাজ ৬ কোটির মধ্যেই শেষ করতে হবে।

মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, প্রয়োজনে হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্ট ও এইচআরবিসি-র ইঞ্জিনিয়ারদের দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। বলেন, ‘‘৫০ লক্ষ টাকায় কালীঘাট মোড়ে অতবড় গেট করেছি। কলকাতায় তো এত কিছুর নির্মাণ হয়, তাতে তো এত খরচ হয় না।’’ PWD-র বাজেট নিয়ে যে তিনি বেজায় ক্ষুব্ধ তা স্পষ্ট বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী।




Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version