এসএসসি দুর্নীতি মামলার তদন্তভার  হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই ফেরাল ডিভিশন বেঞ্চ

এসএসসি দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ এদিন মামলা ফিরিয়ে দিল সিঙ্গল বেঞ্চেই।  বাগ কমিটির রিপোর্টকে মান্যতা দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে এসএসসি দুর্নীতি মামলায়  সিবিআই তদন্তের উপরেই আস্থা রাখল ডিভিশন বেঞ্চ।

এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে কোনো ভুল নেই। আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। এক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। ফলে নির্দিষ্ট তথ্য ও প্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে।  কোনো সিদ্ধান্ত নিতে হলে  আদালতকে সবপক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই। এখনও পর্যন্ত যে  সমস্ত তথ্যপ্রমাণ আদালতের এসেছে তার কোনটাই এসএসসির দাবিকে সমর্থন করে না।   সুতরাং আর্থিক দুর্নীতির খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ।

Previous articleBihar:বিচারকের বাড়িতে ডাকাত! টাকা লুঠ,মহিলাদের শারীরিক নির্যাতন
Next articleCBI হাজিরা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ