Thursday, August 28, 2025

কলকাতা পুরসভার বিরুদ্ধে দায়ের মামলায় CBI তদন্তের নির্দেশ আদালতের, মেয়র ছিলেন শোভন

Date:

কলকাতা পুরসভার(Kolkata municipality) বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো একটি মামলায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High court)। ২০১৮ সালে দায়ের হওয়া মামলায় পুরসভার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল হেরিটেজ ত্রিপুরা ভবনের একাংশে বেআইনি নির্মাণের। এই মামলাতেই বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ঘটনাচক্রে তৎকালীন সময়ে কলকাতা পৌরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ফলে এই মামলার জেরে শোভন চট্টোপাধ্যায়ের(Shovon Chatterjee) সমস্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বালিগঞ্জ হেরিজেট জোনে বেআইনি নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালের এই মামলায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, কীভাবে পুরসভা ও হেরিটেজ কনসার্ভেশন কমিটি নির্মাণের অনুমতি দিল, তা তদন্ত করে সিবিআইকে ২০ জুনের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। একই সঙ্গে এই ঘটনায় কোনরকম আর্থিক দুর্নীতি ছিল কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। এছাড়াও কলকাতা পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখারও নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:কংগ্রেস নীতিহীন: বিজেপিতে যোগ দিয়ে তোপ সুনীলের

উল্লেখ্য, বর্তমানে রাজনীতি থেকে বহু দূরে থাকলেও ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত কলকাতার মহানাগরিক পদে ছিলেন শোভন চট্টোপাধ্যায়। আর তাঁর আমলেই এই দুর্নীতির অভিযোগ ওঠে কলকাতা পুরসভার বিরুদ্ধে। সেই মামলাতেই এবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। যদিও নির্দেশনামায় নির্দিষ্ট করে শোভনের নাম লেখা নেই।




Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version