কেন্দ্রীয় মন্ত্রীর সুপারিশে পরীক্ষা ছাড়াই কল্যাণী এইমসে নিয়োগ বিজেপি বিধায়কের কন্যাকে

নদিয়ার কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর বা DEO পদে নিয়োগ পেয়ে চাকরি করছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে দুর্নীতির চলতি বিতর্কের মধ্যেই এবার পরীক্ষা ছাড়া কেন্দ্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে বিজেপির স্বজনপোষণের ঘটনা সামনে এলো। যা নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরেই। এবার কেন্দ্রের বিরুদ্ধেও আঙুল উঠলো ঘুরপথে চাকরি দেওয়ার। এমন অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে নালিশ জানিয়েছেন এ রাজ্যের বিজেপি নেতা-কর্মীদের একাংশ।


আরও পড়ুন:বিনা টিকিটে ট্রেনে উঠে ৭ হাজার টাকা জরিমানা দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী


নদিয়ার কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর বা DEO পদে নিয়োগ পেয়ে চাকরি করছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানা। এই সংস্থা থেকে মৈত্রী মাসিক ৩০ হাজার টাকা কেন্দ্রীয় সরকারি কর্মী হিসেবে বেতন পান। কিন্তু এই চাকরি করতে যোগ্যতা অর্জন পর্বে লিখিত পরীক্ষা পাস করতে হয়। এরপর মিনিটে কমপক্ষে ৩৬টি শব্দ টাইপের পরীক্ষা দিতে হয়। তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যা মৈত্রীকে এমন পরীক্ষার সম্মুখিন হয়ে হয়নি। বিধায়ক বাবার প্রভাব খাটিয়ে গত পয়লা এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা নদিয়ার কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটরের চাকরি করেছেন মৈত্রী।

ঘুরপথে এই বিজেপি বিধায়কের কন্যাকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন এই দলেরই সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার। ফলে জলের মতো পরিস্কার, স্বজনপোষণের মাধ্যমে নিজেদের প্রভাব খাটিয়ে কোনওরকম পরীক্ষা বেআইনি ভাবে সরাসরি নিয়োগ পাচ্ছেন বিজেপি বিধায়ক মন্ত্রীদের ছেলে-মেয়েরাও।


কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তাঁরই জেলার বিজেপি বিধায়কের মেয়ে মৈত্রী দানার কল্যাণী এইমসে চাকরি
যে প্রভাবশালী এক বিজেপি নেতার মাধ্যমেই হয়েছে, সেকথা স্বীকার করে নিয়েছেন। কল্যাণী এইমসের ডিরেক্টর রামজি সিং আবার বলতেই পারছেন না, মৈত্রী দানার কীভাবে চাকরি হয়েছে। সবমিলিয়ে মৈত্রীর নিয়োগ ঘুরপথে বেআইনি ভাবেই হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।