দলের উর্ধ্বে কেউ নয়: ঝাড়গ্রামের কর্মিসভা থেকে কড়া বার্তা মমতার

• মনে রাখবেন দলে উর্ধ্বে কেউ নয়, কর্মীরাই দলের সম্পদ • তৃণমূল মানে ঘাসফুল মাটি নীচ থেকে জন্মায় • বিজেপি-সিপিএমকে ক্ষমা করবেন না

মেদিনীপুরের কর্মিসভা থেকে বৃহস্পতিবার ঝাড়গ্রামের (Jhargram)কর্মিসভা থেকে চূড়ান্ত বার্তা দিলেন তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)।

আর কী কী বললেন তৃণমূল সুপ্রিমো

• যুব রাজনীতি করার সময় বেলপাহাড়ি থেকে জনসংযোগ যাত্রা করেছিলাম
• বাম আমলে এই অঞ্চলের পিঁপড়ে সেদ্ধ করে খেত, আমলাশোলে অনাহারে কাটাতে মানুষ
• ঝিটকার জঙ্গলে গিয়েছিলাম, মহাশ্বেতা দেবী সঙ্গে ছিলেন, আমাদের আটকে দেওয়া হয়
• সরকারি স্কুলের ইউনিফর্ম তৈরি হবে বাংলাতেই, সুযোগ পাবেন বাংলা মা-বোনেরা
• এখন প্রচুর রাজ্য সরকারি প্রকল্পের সাহায্য করছেন বাংলার মানুষ
• শান্ত ঝাড়গ্রাম গড়ে তোলা হয়েছে
• এখানে মাওবাদী নেই, যারা মাওবাদী বলে গুজব ছড়াবে, তাদের গ্রেফতার করা হবে
• প্রাপ্য টাকা না পেলে, কম পেলে আমাকে চিঠি লিখে জানাবেন
• BSK- বাংলা সহায়তা কেন্দ্র আপনাদের সাহায্য করার জন্যই তৈরি হয়েছে
• তৃণমূল পার্টি মা-মাট-মানুষের পার্টি বিজেপি পার্টি নয়
• বিজেপি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখায়, তৃণমূল ভয় পায় না
• ঝাড়গ্রামে শান্তি নষ্ট করতে দেব না
• এমন কিছু করবেন না যাতে শান্তি নষ্ট হয়
• ২০২৪-এ জিততে হবে, তাই আমাদের বদনাম করার চেষ্টা করছে বিজেপি
• তৃণমূল স্তব্ধ হয় না, জব্দ করে
• ঝাড়গ্রামের আর্চারি অ্যাকাডেমি থেকে একদিন অলিম্পিক্সের পদক আনবে
• কেউ যেন নিজেকে বড় না ভাবে
• সবাইকে নিয়ে চলেতে হবে, না হলে তাকে সেই পদে রাখা হবে না,
• এটাই চূড়ান্ত সিদ্ধান্ত
• মনে রাখবেন দলে উর্ধ্বে কেউ নয়, কর্মীরাই দলের সম্পদ
• তৃণমূল মানে ঘাসফুল মাটি নীচ থেকে জন্মায়
• বিজেপি-সিপিএমকে ক্ষমা করবেন না

এসএসসি দফতরে ঢুকতে পারবেন কারা? নয়া নির্দেশ বিচারপতির



Previous articleএসএসসি দফতরে ঢুকতে পারবেন কারা? নয়া নির্দেশ বিচারপতির
Next articleবাংলাদেশের বাড়িতে এখনও বিদ্যুতের বিল আসে মুখ্যমন্ত্রী মানিক সাহার বাবার নামে