Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) চেন্নাই সুপার কিংস মরসুমটা শেষ করলও হারের হ্যাটট্রিক দিয়েই। মুম্বই, গুজরাতের পর শেষ ম্যাচে শুক্রবার রাজস্থান রয়্যালসের কাছেও হেরে গেল তারা। সঞ্জু স্যামসনের দল জিতল ৫ উইকেটে।

২) ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু ৬ জুন। হাতে রয়েছে ১৬ দিন। অনুশীলনে নেমে পড়ছে বাংলা দল। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করলেন মনোজ তিওয়ারিরা।

৩) শনিবার এটিকে মোহনবাগানের মুখোমুখি বসুন্ধরা কিংস, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের। চোটের ধাক্কায়  জেরবার সবুজ মেরুন শিবির। শক্তিশালী প্রথম একাদশ গড়তে জেরবার কোচ জুয়ান ফেরান্দো।

৪) পরের বছরও আইপিএলে খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। শুক্রবার এমনটাই জানালেন স্বয়ং ক‍্যাপেন্ট কুল। শুক্রবার রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে চলতি আইপিএলের শেষ ম‍্যাচ খেলতে নামে চেন্নাই সুপার কিংস।

৫) ঠিকানা বদলাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বেহালার বীরেন রায় রোডের মঙ্গলচন্ডী ভবন ছেড়ে মধ্য কলকাতায় আসছেন মহারাজ। সূত্রের খবর, মধ্য কলকাতার লোয়ার রডেন স্ট্রিটে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বিসিসিআই সভাপতি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ: breakfast news

 

 

Previous articleব্রেকফাস্ট নিউজ: breakfast news
Next articleদু’দিন বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন , চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা