দু’দিন বন্ধ ব্যান্ডেল স্টেশন, বাতিল বহু ট্রেন , চূড়ান্ত যাত্রী ভোগান্তির আশঙ্কা

নতুন লাইন বসবে। চলবে ইন্টারলকিং -এর কাজ। তাই দুদিনের জন্য পুরোপুরি বন্ধ রাখা হবে ব্যান্ডেল স্টেশন। শুক্রবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে এই কাজের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে বহু

লোকাল ও দূরপাল্লার ট্রেন । ফলে সপ্তাহ শেষের শনি ও রবিবার যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।

রেল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখায় তিন নম্বর লাইন চালু হবে। চলবে ইন্টারলকিংয়ের কাজ। সে কারণে ২৭ মে শুক্রবার বিকেল ৩টে থেকে ৩০ মে সোমবার বিকেল ৩টে পর্যন্ত, অর্থাৎ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন দিয়ে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

জেনে নিন শনি রবি ও সোমবার কোন কোন ট্রেন কোথা থেকে চলাচল করবে:

২৮ ও ২৯ মে, শনি ও রবিবার:

এই দু’দিন ব্যান্ডেলে সমস্ত ইএমইউ, মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে।

৩০ মে, ২০২২, সোমবার:

ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়ার জন্য প্রথম ইএমইউ লোকাল হাওড়া থেকে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টো ২০ এবং ২টা ৩০ মিনিটে ছাড়বে। হাওড়ার জন্য প্রথম ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ২টো ৪০, ২টো ৪৫ এবং ৩টে ১০ মিনিটে ছাড়বে।

কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল যথাক্রমে দুপুর ১টা ১৫ এবং বিকেল ৪টে ৮ মিনিটে ছাড়বে।

কাটোয়া এবং নৈহাটির জন্য প্রথম ইএমইউ লোকাল যথাক্রমে বিকেল ৪টে ৩০ এবং ৩টে ৪১ মিনিটে ছাড়বে।

 

Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleআজ দুপুরের পর কলকাতাসহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, হবে বৃষ্টিও