Monday, August 25, 2025

মোদি সরকারের বর্ষপূর্তি সফল করতে বঙ্গে দায়িত্বে লকেট, ক্ষুুব্ধ ক্ষমতাসীন গোষ্ঠী

Date:

Share post:

মোদি সরকারের(Modi Govt) আট বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি(BJP)। প্রচার কর্মসূচির এই তালিকা থেকে বাদ যাচ্ছে না বাংলাও। এরাজ্যে সফলভাবে এই কর্মসূচি পালনের দায়িত্ব দেওয়া হয়েছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee)। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বাংলায় লকেটের এই দায়িত্ব পাওয়াকে মোটেই ভালো চোখে দেখছে না ক্ষমতাসীন শিবির। ফলে প্রচার অভিযানে লকেট আদৌ কতটা সাফল্য পাবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, লকেটের নেতৃত্বে আগামী ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত এ রাজ্যে সেবা, সুশাসন, সাফল্য, গরিব কল্যাণের উপর বিভিন্ন কর্মসূচি পালন করবে বিজেপি। লকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে দলের পুরনো যে সমস্ত নেতা-কর্মীরা বসে গিয়েছেন তাদেরকে উজ্জীবিত করা ও ফিরিয়ে আনার। তার জেরে উদ্বিগ্ন ক্ষমতাসীন শিবির। প্রসঙ্গত, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন ও সাফল্যের পর থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লকেটের কদর বেড়েছে। যদিও সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের (BL Santosh) রাজ্য সফরে লকেট সেভাবে পাত্তা পাননি। যা নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উষ্মা প্রকাশ করেছিলেন বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে লকেটের মানভঞ্জনে তাঁকে এই দায়িত্ব দিয়েছে দিল্লির নেতৃত্ব। তবে গোল বেধেছে গোষ্ঠীদ্বন্দ্বে।

লকেট অবশ্য এই কর্মসূচি সফলভাবে পালনের যথেষ্ট আশাবাদী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনাদের মনে হতে পারে বঙ্গ বিজেপির অবস্থা ভালো নয়। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছিলাম। আমাদের কর্মীরা কেউ কাজে রয়েছেন, কেউ নেই। যারা নেই তাঁদের কাজে লাগাতে হবে। অনেকেই পদে নেই বলে দূরে সরে রয়েছেন। তাঁদেরও সুযোগ দেওয়া হবে। যারা বহু বছর ধরে বিজেপিতে রয়েছে তারা পাশে থাকলে সাফল্য আসবেই।”

আরও পড়ুন- আইনস্টাইন ভারতীয়! বেলাগাম চাটুকারিতায় বিপ্লব-তোষণ ত্রিপুরার শিক্ষামন্ত্রীর

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...