Thursday, December 4, 2025

মোদি সরকারের বর্ষপূর্তি সফল করতে বঙ্গে দায়িত্বে লকেট, ক্ষুুব্ধ ক্ষমতাসীন গোষ্ঠী

Date:

Share post:

মোদি সরকারের(Modi Govt) আট বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি(BJP)। প্রচার কর্মসূচির এই তালিকা থেকে বাদ যাচ্ছে না বাংলাও। এরাজ্যে সফলভাবে এই কর্মসূচি পালনের দায়িত্ব দেওয়া হয়েছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে(Locket Chatterjee)। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বাংলায় লকেটের এই দায়িত্ব পাওয়াকে মোটেই ভালো চোখে দেখছে না ক্ষমতাসীন শিবির। ফলে প্রচার অভিযানে লকেট আদৌ কতটা সাফল্য পাবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, লকেটের নেতৃত্বে আগামী ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত এ রাজ্যে সেবা, সুশাসন, সাফল্য, গরিব কল্যাণের উপর বিভিন্ন কর্মসূচি পালন করবে বিজেপি। লকেটকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে দলের পুরনো যে সমস্ত নেতা-কর্মীরা বসে গিয়েছেন তাদেরকে উজ্জীবিত করা ও ফিরিয়ে আনার। তার জেরে উদ্বিগ্ন ক্ষমতাসীন শিবির। প্রসঙ্গত, উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন ও সাফল্যের পর থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে লকেটের কদর বেড়েছে। যদিও সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের (BL Santosh) রাজ্য সফরে লকেট সেভাবে পাত্তা পাননি। যা নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে উষ্মা প্রকাশ করেছিলেন বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে লকেটের মানভঞ্জনে তাঁকে এই দায়িত্ব দিয়েছে দিল্লির নেতৃত্ব। তবে গোল বেধেছে গোষ্ঠীদ্বন্দ্বে।

লকেট অবশ্য এই কর্মসূচি সফলভাবে পালনের যথেষ্ট আশাবাদী। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আপনাদের মনে হতে পারে বঙ্গ বিজেপির অবস্থা ভালো নয়। কিন্তু ভুলে গেলে চলবে না, আমরা ২ কোটি ২৮ লক্ষ ভোট পেয়েছিলাম। আমাদের কর্মীরা কেউ কাজে রয়েছেন, কেউ নেই। যারা নেই তাঁদের কাজে লাগাতে হবে। অনেকেই পদে নেই বলে দূরে সরে রয়েছেন। তাঁদেরও সুযোগ দেওয়া হবে। যারা বহু বছর ধরে বিজেপিতে রয়েছে তারা পাশে থাকলে সাফল্য আসবেই।”

আরও পড়ুন- আইনস্টাইন ভারতীয়! বেলাগাম চাটুকারিতায় বিপ্লব-তোষণ ত্রিপুরার শিক্ষামন্ত্রীর

spot_img

Related articles

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয়...

বিজেপি উস্কানিতে বাংলায় ধর্মীয় বিভাজনের রাজনীতি, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করল তৃণমূল

বাংলার বুকে বাবরি মসজিদের নামে ধর্মীয় সুড়সুড়ানি কেন? মন্দির-মসজিদ বা যেকোনও ধর্মস্থান হতেই পারে, তা বলে বিতর্কিত বাবরি...

অপারেশনাল সমস্যায় জর্জরিত ইন্ডিগো, সমন পাঠালো DGCA 

দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না।...

গোপন ট্রেন, প্যালেস, ৭০০ গাড়ি: গুপ্তচর থেকে প্রেসিডেন্ট পুতিন, সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তাঁর রহস্যময় ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার...