আইনস্টাইন ভারতীয়! বেলাগাম চাটুকারিতায় বিপ্লব-তোষণ ত্রিপুরার শিক্ষামন্ত্রীর

মুখ্যমন্ত্রিত্ব বদল হলেও ত্রিপুরার বিজেপি (BJP) সরকারের হাল বদলায়নি। বেনজির মন্তব্যের ধারা অব্যাহত। মুখ্যমন্ত্রিত্ব গিয়েছে বিপ্লব দেবে (Biplab Deb)। কিন্তু তাঁর স্তাবকরা এখন রয়েছেন মন্ত্রিসভায়। আর তাঁদের বচনেই হতবাক নেটিজেনরা। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নাকি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, আইনস্টাইনের সমকক্ষ! সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য করেন রতনলাল নাথ (Ratanlal Nath)। এমনকী, এদেশে জন্মেছিলেন আইনস্টাইন।

শুক্রবার ত্রিপুরার (Tripura) ভোলা জেলায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বিপ্লবের প্রশংসা করতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, “প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন। অন্য কোনও মুখ্যমন্ত্রী আমাদের স্বপ্ন দেখাতে পারেননি।”

 

এ কথা বলতে গিয়ে রতনলাল নাথ বলেন, “আমাদের দেশে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, আইনস্টাইন। যাঁরা স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছেন বিপ্লবকুমার দেব।” অর্থাৎ, রবি ঠাকুর-আইনস্টাইনের সঙ্গে একই সারিতে বসিয়েছেন রতন।

এই চাটুকারিতা নিয়ে বিজেপিকে ধুয়ে দেন তৃণমূলের (TMC) মুখপাত্র জয়প্রকাশ মজুমদার (Jayprakas Majumder)। তিনি বলেন, আসলে বিজেপির অন্দরে তুষ্টিকরণের রাজনীতি চলে। বিজেপি প্রচার ভালবাসে। ত্রিপুরার একাংশ বন্যায় ভাসছে, অথচ সেদিকে সরকারের নজর নেই। এটা অত্যন্ত নিম্নমানের রাজনীতি বলেও কটাক্ষ করেন জয়প্রকাশ।

আরও পড়ুন- পাকা বাড়ি, নিজের জমি, বিদ্যুত থাকলে রেশন নয়! নয়া ফরমান যোগী রাজ্যে

Previous articleDelhi:পেট্রোল-ডিজেলের এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্রীয় সরকার
Next articleEden: ঝড় থামতেই ইডেন পরিদর্শনে বিসিসিআই প্রেসিডেন্ট