‘মানুষ খুনে তিন বছরের জেল ভেড়ার !  জরিমানা পালককেও

এক ৪৫ বছরের প্রৌঢ়াকে(Aged Person)শিং দিয়ে গুঁতিয়ে খুন করল একটি ভেড়া(Sheep)। সেই অপরাধে মানুষের মতোই আইনের খাতায় নাম লিখিয়ে ফেলল সে।কোনভাবেই ছাড় পেল না খুনি ভেড়া। তিন বছরের জেল(Jail)হল তাঁর।

রাস্তায় প্রৌঢ়া অ্যাডিউ চাপিংকে আক্রমণ করে ভেড়াটি এবং শিং দিয়ে গুঁতিয়ে আছড়ে  রাস্তায় ফেলে। সেই আঘাতে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় প্রৌঢ়ার। ‘হত্যা’র দায়ে দোষী সাব্যস্ত ভেড়াটিকে তিন বছরের জন্য পশুটিকে কারাদণ্ড দিল আদালত। শাস্তি হল পশুপালকেরও।

ঘটনাটি ঘটেছে আফ্রিকার দক্ষিণ সুদানে। চলতি মাসের শুরুতে এই দুর্ঘটনাটি ঘটে। তারপরেই ভেড়াটিকে বন্দি করে পুলিশ। মামলা ওঠে আদালতে। মালেং আগোক পায়েম নামে একটি প্রৌঢ়াপুলিশ ওই ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে তোলা হয় আদালতে।

আদালতের পর্যবেক্ষণ, মহিলা নির্দোষ ছিলেন। বিনা কারণে মহিলাকে আক্রমণ করে ভেড়াটি। তাই সে শাস্তি পাওয়ার যোগ্য। শুধু তাই নয়, ওই ভেড়ার সঙ্গে শাস্তি হয়েছে ভেড়ার মালিকেরও । আদালতের নির্দেশে তাঁকে ক্ষতিপূরণ হিসেবে মৃতার পরিবারকে দিতে হবে পাঁচটি গরু।




Previous articleGTA নির্বাচনের দিন ঘোষণা: কবে ভোট, কবে ফল প্রকাশ?
Next articleEastBengal: ‘আর মাত্র ১০ থেকে ১২ দিন,’লাল-হলুদের সঙ্গে ম‍্যানইউর চুক্তি নিয়ে বললেন মহারাজ