শওকত মোল্লাকে শুক্রবার সিবিআই তলব

কয়লা পাচারকাণ্ডে এবার শওকত মোল্লাকে নিজাম প্যালেসে তলব করল সিবিআই। শুক্রবার সকাল ১১টায় কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে।


আরও পড়ুন:জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেত্রী



বুধবার শওকত মোল্লাকে নোটিস পাঠায় সিবিআই। তাঁকে তাঁর পাসপোর্ট, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড নিয়ে শুক্রবার বেলা ১১টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। এমনকী আনতে বলা হয়েছে ব্যাঙ্ক লেনদেনের নথিও।




এর আগে কয়লা পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় সিবিআই। স্বেচ্ছায় সিবিআই দফতরে যান অনুব্রত। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় অসুস্থ অনুব্রতকে। এই ঘটনায় শওকত মোল্লা জানান, বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই কয়লা পাচারকাণ্ডে তাঁর নাম জড়িয়েছে।