Friday, November 14, 2025

সীমার সীমাহীন লড়াইয়ে পাশে সোনু সুদ, সাহায্যের আশ্বাস জেলা প্রশাসনের

Date:

স্কুলপোশাক (School Dress) পরে পিঠে ব্যাগ নিয়ে গ্রামের (Village)মেঠো রাস্তা ধরে এক পায়ে ভর করে দিয়ে এগিয়ে চলেছে দশ বছরের সীমা (Seema)। নামটা তখনও অনেকেই জানেনা কিন্তু বুধবার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পরেই তা দেশ জুড়ে ভাইরাল (Viral)হয়ে গেল রাতারাতি। শুরু হয়ে গেল চর্চা। ছোট্ট মেয়েটির লড়াই দেখে মুগ্ধ নেটিজেনরা। গোটা দেশের কাছে সীমা(Seema) এখন পরিচিত মুখ। তাঁর স্বপ্নপূরণের সওয়ারি সুদুর মুম্বইয়ের অভিনেতা সোনু সুদ (Sonu Sood)।

বিহারের (Bihar) জামুইয়ের ফতেহপুর গ্রামের বাসিন্দা সীমা।বছর দু’য়েক আগে এক সড়ক দুর্ঘটনায় পা বাদ যায় তাঁর। এই দুর্ঘটনায় আমূল বদলে যায় সীমার জীবন। তার পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছিল। কিন্তু তার অদম্য জেদের কাছে হার মানে শারীরিক প্রতিবন্ধকতা। এক পায়েই ভর করে, পিঠে ব্যাগ নিয়ে এক কিলোমিটার দূরের স্কুলে যাতায়াত শুরু করে সীমা। স্বপ্ন শিক্ষক হওয়ার। কিন্তু কে করবে সেই স্বপ্ন পুরণ? হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। ছোট্ট সীমার পাশে দাঁড়াল সেখানকার জেলা প্রশাসন। বিকেলে সীমার বাড়িতে যান জেলাশাসক অবনীশ কুমার (Abanish Kumar)। জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমার হাতে তুলে দেন একটি ট্রাই সাইকেল (Try Cycle)। পাশাপাশি তাকে কৃত্রিম পা দেওয়ার আশ্বাসও দেন।

ফের বেসরকারিকরণের পথে কেন্দ্র, এবার কোন সংস্থা?

জেলাশাসক অবনীশ বলেন, “জেলা প্রশাসন এই ছোট্ট মেয়েটিকে সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত। ওর নিষ্ঠা এবং অধ্যবসায় অনেকের কাছে অনুপ্রেরণার এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে। আমার দৃঢ় বিশ্বাস, এই মেয়ে জীবনে অনেক ভাল কাজ করবে।”

সীমার এই অদম্য লড়াইয়ে সে পাশে পেয়েছে অভিনেতা সোনু সুদকেও (Sonu Sood)। তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিনেতা সোনু সুদ। সমাজ সেবা, মানুষের পাশে দাঁড়ানো বিষয় সোনু পিছপা নন এটা সকলেই জানেন। সীমার ভিডিয়োটি দেখার পরই তিনি টুইট করেন, ‘এর পর আর এক পায়ে নয়, দু’পায়ে হেঁটেই স্কুল যাবে সীমা। টিকিট পাঠাচ্ছি। দু’পায়ে হাঁটার সময় এসে গিয়েছে।’শুধু জেলা প্রশাসন বা সোনু সুদ নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বুধবারই সীমাকে নিয়ে টুইট করেছেন। বহু নেটাগরিক সীমার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষে এখন সবাই।



Related articles

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...
Exit mobile version