Sunday, November 16, 2025

‘কন্যাশ্রী’র জন্য ধন্যবাদ: মালদহ থেকে এসে মুখ্যমন্ত্রীকে বলল ক্লাস টু-র সায়ন্তিকা

Date:

ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব দেবে। সেই মতো মালদহ থেকে এসে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমগাছের চারা ও আমসত্ত্ব দিল ক্লাস টু-র ছাত্রী সায়ন্তিকা দাস (Sayantika Das)। ধন্যবাদ জানাল মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ছোট্টো সায়ন্তিকার হাতে তুলে দেন রিটার্ন গিফ্ট (Return Gift)।

মালদহ গিয়ে মুখ্যমন্ত্রী আমসত্ত্বের কথা বলেছিলেন। তাই মালদহ থেকেই সাইকেল চালিয়ে কলকাতা এসে তাঁকে আমসত্ত্ব দিতে চেয়েছিল সায়ন্তিকা। একই সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের জন্য ধন্যবাদ জানাতে চায় সে। কিন্তু এত ছোটো মেয়ের পক্ষে মালদহ থেকে কলকাতা সাইকেলে আসার বিষয়ে নিষেধ করে মুখ্যমন্ত্রীর দফতর। বদলে পরামর্শ দেওয়া হয়, মালদহ থেকে ট্রেনে এসে স্টেশন থেকে সে যেন সাইকেলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই মতো, বৃহস্পতিবার, সকালে মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়ার আগে সায়ন্তিকা তার বাবার সঙ্গে কালীঘাটের বাড়িতে আসে। নিয়ে আসে আমসত্ত্ব ও আমগাছের চারা। সায়ন্তিকা কন্যাশ্রী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়। এই প্রকল্পের জন্যই তার এক দিদির লেখাপড়া ও রূপশ্রী প্রকল্পের জন্য আর এক দিদির বিয়ে হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য পরিষেবা পাওয়ার জন্য তাদের সংসারে স্বাচ্ছন্দ্য এসেছে। সব শুনে মুখ্যমন্ত্রী ক্লাস টু-র সায়ন্তিকার গাল টিপে আদর করেন। বিশ্ববাংলা স্কুল ব্যাগ, মিষ্টি, চকলেট উপহার দেন। বাড়ির কথা জানতে চান। তাঁর বাবাকে মমতা বলেন, কোনও রকম অসুবিধে হলে তাঁকে সরাসরি জানাতে। সায়ন্তিকার লেখাপড়ার দায়িত্ব তাঁর বলেও জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ফেরার পথে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য গাড়ি করে পৌঁছে দেওয়ার নির্দেশও দেন তিনি।



Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version