Monday, May 5, 2025

৮৮ শতাংশ বৃদ্ধি, ইনফোসিস CEO সলিল পারেখের বেতন হতে চলেছে ৭৯ কোটি টাকা

Date:

একলাফে ৭৯ কোটি। বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি হতে চলেছে ইনফোসিস CEO সলিল পারেখের(Salil Parekh)। শতাংশের হিসেবে যা ৮৮ শতাংশ। আর এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির খবর প্রকাশে আসার পর রীতিমতো বিস্মিত ইনফোসিস(Infosys) কর্মচারীরা।

ইনফোসিসের সঙ্গে সম্প্রতি এক চুক্তি সম্পন্ন করেছেন সলিল পারেখ। যে চুক্তি অনুযায়ী, ৭৯ কোটি টাকা বেতন নেবেন তিনি। অবশ্য এই চুক্তি সম্পন্ন করার জন্য এখনও শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল প্রয়োজন। জানা যাচ্ছে আগামী ২ জুলাইয়ের মধ্যে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল সংক্রান্ত সমস্ত বিষয় সম্পন্ন হয়ে যাবে। আর তা সম্পন্ন হলে দেশের সবচেয়ে বেশি বেতনভুক কর্মী হিসেবে উঠে আসবেন সলিল পারেখ। প্রসঙ্গত, আগামী জুলাই মাসে অতীতের চুক্তির বৈধতা শেষ হচ্ছে সলিলের। নতুন করে ফের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই বিপুল পরিমান বেতন পেতে চলেছেন তিনি।

আরও পড়ুন:অল্পের জন্য রক্ষা পেলেন ‘ মিঠাই’ সিরিয়ালের অভিনেত্রী

উল্লেখ্য, আগে ৫২ কোটি টাকা বেতন নিতেন ইনফোসিস সিইও সলিল পারেখ। ২০২২ অর্থবর্ষে সেই বেতন বেড়ে হয় ৭১ কোটি টাকা। তবে নতুন করে চুক্তি হওয়ার পর তা আরও বৃদ্ধি পেয়ে দাঁড়াবে ৭৯.৭৫ কোটি টাকা। যদিও এই বেতন বৃদ্ধি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ইনফোসিসের অন্দরে। সিইও যে পরিমাণ বেতন পাচ্ছেন তার প্রেক্ষিতে বাকিদের বেতন প্রশ্ন তুলে দিচ্ছে বেতন কাঠামোর বৈষম্য নিয়ে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে IT দুনিয়ায় ইনফোসিস এক গুরুত্বপূর্ণ নাম হিসেবে উঠে আসতে শুরু করেছে। এই মুহূর্তে সারা বিশ্বের তৃতীয় ভ্যালুয়েবল কোম্পানি ইনফোসিস৷ সেই কারণে বিপুল নিয়োগের দিকেও যাচ্ছে তারা৷




Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version