Monday, August 25, 2025

‘কন্যাশ্রী’র জন্য ধন্যবাদ: মালদহ থেকে এসে মুখ্যমন্ত্রীকে বলল ক্লাস টু-র সায়ন্তিকা

Date:

ইচ্ছে ছিল মুখ্যমন্ত্রীকে আমসত্ত্ব দেবে। সেই মতো মালদহ থেকে এসে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আমগাছের চারা ও আমসত্ত্ব দিল ক্লাস টু-র ছাত্রী সায়ন্তিকা দাস (Sayantika Das)। ধন্যবাদ জানাল মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী ‘কন্যাশ্রী’ প্রকল্পের জন্য। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ছোট্টো সায়ন্তিকার হাতে তুলে দেন রিটার্ন গিফ্ট (Return Gift)।

মালদহ গিয়ে মুখ্যমন্ত্রী আমসত্ত্বের কথা বলেছিলেন। তাই মালদহ থেকেই সাইকেল চালিয়ে কলকাতা এসে তাঁকে আমসত্ত্ব দিতে চেয়েছিল সায়ন্তিকা। একই সঙ্গে কন্যাশ্রী প্রকল্পের জন্য ধন্যবাদ জানাতে চায় সে। কিন্তু এত ছোটো মেয়ের পক্ষে মালদহ থেকে কলকাতা সাইকেলে আসার বিষয়ে নিষেধ করে মুখ্যমন্ত্রীর দফতর। বদলে পরামর্শ দেওয়া হয়, মালদহ থেকে ট্রেনে এসে স্টেশন থেকে সে যেন সাইকেলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। সেই মতো, বৃহস্পতিবার, সকালে মুখ্যমন্ত্রী নবান্নে যাওয়ার আগে সায়ন্তিকা তার বাবার সঙ্গে কালীঘাটের বাড়িতে আসে। নিয়ে আসে আমসত্ত্ব ও আমগাছের চারা। সায়ন্তিকা কন্যাশ্রী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায়। এই প্রকল্পের জন্যই তার এক দিদির লেখাপড়া ও রূপশ্রী প্রকল্পের জন্য আর এক দিদির বিয়ে হয়েছে। এছাড়াও রাজ্য সরকারের অন্যান্য পরিষেবা পাওয়ার জন্য তাদের সংসারে স্বাচ্ছন্দ্য এসেছে। সব শুনে মুখ্যমন্ত্রী ক্লাস টু-র সায়ন্তিকার গাল টিপে আদর করেন। বিশ্ববাংলা স্কুল ব্যাগ, মিষ্টি, চকলেট উপহার দেন। বাড়ির কথা জানতে চান। তাঁর বাবাকে মমতা বলেন, কোনও রকম অসুবিধে হলে তাঁকে সরাসরি জানাতে। সায়ন্তিকার লেখাপড়ার দায়িত্ব তাঁর বলেও জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ফেরার পথে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য গাড়ি করে পৌঁছে দেওয়ার নির্দেশও দেন তিনি।



Related articles

নিয়োগ মামলা: ইডির তল্লাশি বিধায়কের বাড়ি, আত্মীয়ের বাড়িতে

নির্বাচন এগিয়ে এলেই বিজেপির তার তদন্তকারী সংস্থার অস্ত্রগুলোকে এগিয়ে দিতে থাকে। তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই আজ পর্যন্ত...

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...
Exit mobile version