Wednesday, August 27, 2025

Calcutta University : অনলাইন পরীক্ষার দাবিতে উত্তাল কলেজ স্ট্রিট, বিক্ষোভ পড়ুয়াদের

Date:

Share post:

অফলাইনে (Offline)নয় পরীক্ষা নিতে হবে অনলাইনে (Online Exam), এই দাবিতে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta)চত্বর। রীতিমতো বিশ্ববিদ্যালয়ের গেট আটকে এদিন রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। সঙ্গে স্লোগান, হাতে প্ল্যাকার্ড। অনলাইন নাকি অফলাইন, কোন পদ্ধতিতে পরীক্ষা নিতে যায় কলেজ তা জানতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আজকেই কলেজের অধ্যক্ষ এবং অধ্যক্ষাদের বৈঠক। আর সেই বৈঠক শুরুর আগেই ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর (College Street campus)।


আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta)সামনের রাস্তাজুড়ে বসে পড়েন পড়ুয়ারা। কী দাবি তাঁদের আর কেনই বা অফলাইন পরীক্ষায়(OffLine exam) অনীহা? পরীক্ষার্থীদের কথায়, কোর্সের মেয়াদ ৬ মাস সেখানে দেড় মাসের মধ্যে অফলাইন ক্লাস, এক মাসের মধ্যে অনলাইন ক্লাসে শেষ করা সম্ভব নয়। ক্লাসে বসে পড়াশোনার আবহ আর ঘরে বসে পড়া এক নয়। পরীক্ষা নিতে হলে অনলাইনই একমাত্র সমাধান। তাহলে কি পরীক্ষায় পাশ করতে না পারার আশঙ্কায় ভুগছেন তাঁরা, উঠছে প্রশ্ন। যদি সময়ের মধ্যে কোর্স না শেষ না হয় তাহলে সময় চেয়ে পরীক্ষা পিছনো যেতে থায়? বা সিলেবাস কমানো যেতে পারে, কিন্তু অনলাইন কেন? পড়াশোনা করে অফলাইনে পরীক্ষা দিতে কোথায় সমস্যা? তাহলে কি অনলাইনে পরীক্ষা হলে বিশেষ কোনও সুযোগ পাওয়া যাবে বলে, মনে করছেন পড়ুয়ারা? পাশাপাশি প্রশ্ন উঠছে অফলাইনে যদি বিশ্ববিদ্যালয়ের সামনে দিনের পর দিন ধর্না দেওয়া যেতে পারে তাহলে পরীক্ষা দিতে সমস্যা কোথায়?

প্রসঙ্গত, স্নাতক ও স্নাতকোত্তরে অফলাইন পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে আন্ডার গ্র্যাজুয়েট বোর্ডস অফ স্টাডিজ ও পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সমস্ত কলেজগুলির অধ্যক্ষদের এই নিয়ে কী ভাবনা তা জানার জন্য আজ বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অফলাইন পরীক্ষার দিকেই মত দিয়েছেন বেশিরভাগ কলেজের অধ্যক্ষরা। আগামী ৩ জুন চূড়ান্ত অফলাইন পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে শতাধিক কলেজের স্নাতক স্তর ও স্নাতকোত্তর মিলিয়ে প্রায় দেড় লক্ষ পড়ুয়াকে ক্যাম্পাসে গিয়েই পরীক্ষা দিতে হবে বলে জানা যাচ্ছে।



spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...